Thursday, April 30, 2015

নেপালের জন্য ৪১৫ মিলিয়ন ডলার আহ্বান জাতিসংঘের:আরটিএনএন

নেপালের জন্য ৪১৫ মিলিয়ন ডলার আহ্বান জাতিসংঘের আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন কাঠমান্ডু: নেপালের দুর্গম এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছানোর ক্ষেত্রে অব্যবস্থাপনার জন্য সরকারের বিরুদ্ধে সমালোচনা ক্রমেই বাড়ছে। ত্রাণ তৎপরতা নিয়ে সাধারণ লোকজনের মাঝে হতাশা পুঞ্জিভূত হচ্ছে। অনেক গ্রামবাসী ত্রাণ বহনকারী ট্রাক আটক করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। দেশটির সরকার বলছে, এই দুর্যোগ দেশটিকে
সব দিক থেকে বিপন্ন করে তুলেছে। এমনই অবস্থায় জাতিসংঘ ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ৪১৫ মিলিয়ন ডলারের অর্থ তহবিল গঠনের আহ্বান জানিয়েছে। গত শনিবারের শক্তিশালী ভূমিকম্পের পর নেপালে জরুরি ত্রাণ তৎপরতা শুরু হয়েছে বটে। তবে ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি প্রত্যন্ত অনেক এলাকায় বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। খাবার বা পানির জন্য হাহাকার থাকলেও তাদের জন্য তেমন কোনো ব্যবস্থা হয়নি। দেশটির মধ্যাঞ্চলের হারিসিদ্ধি নামে একটি গ্রামে বেঁচে যাওয়া লোকজন বলছেন, এখনো পর্যন্ত কোনো ধরনের সাহায্যই পাননি তারা। থারাম আল মহারাজন নামে একজন ব্যক্তি জানান, ‘ত্রাণ সামগ্রী নিয়ে আসা হচ্ছে বলে তারা শুনেছেন। কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো কিছু চোখেও দেখেননি তারা। এমনকি এক প্যাকেট বিস্কুট কিংবা নুডুলসও কেউ নিয়ে আসেনি।’ আরেকজন বাসিন্দা রাম ভক্ত মহারাজন বলেন, দেশের বাইরে থেকে প্রচুর সাহায্য আসছে, সেগুলো মজুদ করে না রেখে সবার মাঝে বিতরণ করা হোক। নেপালে গত শনিবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ৫০০০’র বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১০,০০০ মানুষ। জাতিসংঘের হিসেবে শক্তিশালী ওই ভূমিকম্পে ৮০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৭০,০০০’র বেশি ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সূত্র: বিবিসি মন্তব্য      

No comments:

Post a Comment