Wednesday, November 19, 2014

তারেকের দৃঢ় নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তি উজ্জীবিত: ফখরুল:Time News

তারেকের দৃঢ় নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তি উজ্জীবিত: ফখরুল সিনিয়র রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৯ নভেম্বর, ২০১৪ ১৩:৫৩:৪৫ বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের অটুট মনোবল ও দৃঢ় নেতৃত্ব দুঃশাসনের বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তিকে উজ্জীবিত করছে। বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এস
ব কথা বলেন। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে তরুন সমাজকে জাতীয়তাবাদী রাজনীতিতে উদ্বুদ্ধ করে উন্নয়ন ও উৎপাদনের মধ্যে যুক্ত করতে পারলে দেশের কল্যান সাধিত হবে-এই চিন্তার ধারক-বাহক হিসেবে তারেক রহমান গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে বেড়িয়েছেন। দেশের জনগোষ্ঠীর তৃণমূলে দীর্ঘদিনের অচলায়তন কাটিয়ে প্রাণসঞ্চার করেছিলেন তারেক রহমান। মির্জা ফখরুল বলেন, ১/১১-তে তথাকথিত মঈনউদ্দিন-ফখরুদ্দিনের সরকার জনাব তারেক রহমানকে নি:শেষ করার জন্য মামলা, শারিরীক নির্যাতন থেকে শুরু করে ক্রমাগত অপবাদের ধারা বর্ষণ চালানোর পরও তাঁকে বিচলিত করতে পারেনি। এমনকি মামলার পর মামলা দিয়ে তাঁকে পর্যুদস্ত করতে সর্বোচ্চ চেষ্টা চালায় আওয়ামী সরকার। তবুও তারেক রহমানের প্রত্যয়দৃঢ় বিশ্বাসকে তারা দুর্বল করতে পারেনি। এখনও দু:শাসনের হুমকি প্রতিদিনই তাঁর ওপর বর্ষিত হচ্ছে। ক্ষমতা জবরদখলকারীরা অবিরাম কটুক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে গেলেও তারেক রহমানকে তাঁর বিশ্বাস ও আদর্শ থেকে বিন্দুমাত্র টলানো যায়নি। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের নির্যাতন, নিপীড়ন দূঃশাসনে দেশ আজ ধ্বংসের কিনারে উপনীত হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা আজ হুমকির মূখে। বহুদলীয় গণতন্ত্রের শেষ চিহ্নটুকু মুছে ফেলে আবারও একদলীয় শাসনের অন্ধকার গুহায় দেশকে ঠেলে দেয়া হয়েছে। এই মূহুর্তে জনাব আমি তাঁর আশু সুস্থতা এবং সুখী ও দীর্ঘজীবন কামনা করছি। এমএইচ

No comments:

Post a Comment