Wednesday, November 26, 2014

সিরিয়ায় আইএস অবস্থানে বিমান হামলা: নিহত ৯০, আহত ১২৫:Time News

সিরিয়ায় আইএস অবস্থানে বিমান হামলা: নিহত ৯০, আহত ১২৫ আন্তর্জাতিক ডেস্ক টাইম নিউজ বিডি, ২৬ নভেম্বর, ২০১৪ ০৯:৫৫:২৮ সিরিয়ায় আইএস'র অবস্থানে সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ৯০ জন নিহত হয়েছে। এরমধ্যে ৬০ জনই বেসামরিক নাগরিক যার মধ্যে নারূী ও শিশুই বেশি। ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আইএস'র রাজধানী হিসেবে ব্যবহৃত উত্তরাঞ্চলীয় শিল্পসমৃদ্ধ রাকা শহরে এ হামল
া চালিয়েছে সিরিয়ার বিমান বাহিনী। সিরিয়ান অবজারভেটরির পরিচালক সামি আবদেল রহমান জানান, হামলায় ৩৩ জনবেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। বাকিরা সবাই আইএসআইএস'র সদস্য। ২০১৩ সালে রাকা দখলের পর আইএস রাকাকে তাদের রাজধানী ঘোষণা করে। ২০১১ সাল থেকে আমেরিকার মদদপুষ্ট আইএস বাহিনী সিরিয়ায় সরকার-বিরোধী তৎপরতা শুরু করেছে এবং এ পর্যন্ত দুই লাখের বেশি মানুষ নিহত হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী এদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে।সূত্র: প্রেসটিভি ইআর

No comments:

Post a Comment