রিভিউয়ের সময়সীমা নিয়ে নতুন বিতর্ক নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউয়ের সময়সীমা নিয়ে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ নতুন করে বিতর্ক শুরু করেছেন। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার রিভিউয়ের পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ উল্লেখ করেছে, ‘রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে রিভিউ করা যাবে।’ এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম
বলেছেন, ‘পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা কার্যকর করতে ১৫ দিন অপেক্ষা করার কোনো বাধ্যবাধকতা নেই।’ তিনি বলেন, ‘রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করার পর আসামিকে দ্রুত রিভিউ আবেদন দাখিল করতে হবে। অন্যথায় সরকার রায় কার্যকর করার ক্ষেত্রে ১৫ দিন অপেক্ষা করবে না।’ অপরদিকে, রিভিউয়ের বিষয়ে আসামিপক্ষের আইনজীবী সুপ্রিমকোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, আপিল বিভাগ তার রায়ে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আসামি রিভিউয়ের জন্য ১৫ দিন সময় পাবেন। তিনি বলেন, ১৫ দিনের মধ্যে যদি আসামি রিভিউ না করে, সেক্ষেত্রে ১৫ দিন পর আইন অনুযায়ী সরকার তা কার্যকরের ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ নিতে পারবে। খন্দকার মাহবুব বলেন, কামারুজ্জামানের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আমরা রায়ের মধ্যে অসঙ্গতিগুলো বের করে রিভিউ আবেদন দাখিল করব। আমরা আশা করছি, ন্যায়বিচারের মাধ্যমে আমরা সুবিচার পাব। সাঈদীর রায়ের বিরুদ্ধে রিভিউ করার বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, আপিল বিভাগ থেকে পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর রিভিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল মঙ্গলবার আবদুল কাদের মোল্লার রিভিউয়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে আপিল বিভাগ। আসামির পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ১৫ দিনের মধ্যে আপিল বিভাগে রিভিউ করা যাবে বলে এতে উল্লেখ করা হয়েছে। মন্তব্য pay per click
No comments:
Post a Comment