Thursday, April 30, 2015

কারো সমালোচনায় বিচলিত নই: ওবায়দুল:আরটিএনএন

কারো সমালোচনায় বিচলিত নই: ওবায়দুল নিজস্ব প্রতিবেদক আরটিএনএন মুন্সীগঞ্জ: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শতভাগ স্বচ্ছতার সঙ্গে পদ্মা সেতুর কাজ চলছে। সিডিউল অনুযায়ী পদ্মা সেতু নির্মাণ কাজে একদিনও পিছিয়ে নেই। তিনি বলেন, ‘পদ্মা সেতু নির্মাণ নিয়ে রাজনৈতিক বিরোধিতা বা সমালোচনা থাকতেই পারে। আমি পদ্মা সেতু নির্মাণ নিয়ে বিরোধীতাকারীদের সমালোচনায় বিচলিত নই।’ বৃহস্পতিবার বিকেলে মুন্সীগঞ
্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সার্ভিস এরিয়া-১’র পদ্মা-১০ রেস্টহাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ সব কথা বলেন। তিনি দাবি করেন, ‘বিএনপি স্বপ্নেও ভাবেনি- পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হবে। পদ্মা সেতু নির্মাণে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। পদ্মা সেতু নির্মাণ কাজ বন্ধ হয়ে যাক- এমন যারা চেয়েছিল, তারাই প্রশ্ন তোলে।’ ওবায়দুল কাদের বলেন, টেস্ট পাইলিং চলছে, আগামী অক্টোবরে মূল সেতুর কাজ শুরু হবে। মূল নদী শাসনের কাজে ড্রেজারসহ প্রযোজনীয় যন্ত্রপাতি চলে এসেছে। ব্লক তৈরির ফ্রন্ট স্থাপনের কাজ শেষ হয়েছে। পরীক্ষা মূলক ব্লক তৈরির শুরু হয়েছে। নির্মাণকারী প্রতিষ্ঠান ও পরামর্শক প্রতিষ্ঠানের প্রায় তিন হাজার শ্রমিক বিভিন্ন কাজে নিয়েজিত রয়েছে। তিনি আরো বলেন, ‘নিজস্ব অর্থায়নে শতভাগ স্বচ্ছতার মধ্য দিয়ে পদ্মা সেতুর কাজ চলছে। পদ্মা সেতু নির্মাণে আমাদের আর কোনো সমস্যা নেই।’ এ সময় পদ্মা পাড়ে আর্ন্তজাতিক বিমানবন্দর নির্মান করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ওবায়দুল কাদের। এর আগে মন্ত্রী পদ্মা সেতুর এপ্রোচ সড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে সড়ক ও জনপথ এবং সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্তব্য      

No comments:

Post a Comment