Thursday, April 30, 2015

মানুষের অধিকার আজ নিশ্চিত নয়: খালেদা :নতুন বার্তা

ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশে গণতান্ত্রিক প্রথা-প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলা হয়েছে। কোনো শ্রেণী-পেশার মানুষের অধিকারই আজ নিশ্চিত নয়। মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার এক বাণীতে এ কথা বলেন খালেদা জিয়া। বাণীতে খালেদা জিয়া বাংলাদেশসহ বিশ্বের সব শ্রমজীবী খেটে খাওয়া মানুষকে  মহান মে দিবসের শুভেচ্ছা জানান এবং তাদের  সুখ, সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন। একই সঙ্গে তিনি  ১৮৮৬ সালের মে
মাসে শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ে জীবনদানকারী শ্রমিকদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনে  নিহত শ্রমিকদের কথা স্মরণ করে খালেদা জিয়া বলেন, শ্রমিকদের অবদানের ফলেই বিশ্ব অর্থনীতি চাঙা হয়। অথচ গভীর পরিতাপের বিষয়, আজও বিশ্বের বিভিন্ন স্থানে নিপীড়িত শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। খালেদা জিয়া বলেন, “একটি গণতান্ত্রিক সমাজ ছাড়া শ্রমজীবীসহ কোনো শ্রেণী-পেশার মানুষের ন্যায়সংগত অধিকার আদায় ও প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আর তাই সব শ্রেণী-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন স্বাভাবিকভাবেই গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে একাকার হয়ে যায়।” বাংলাদেশে এখন গণতন্ত্র নির্বাসিত, গণতান্ত্রিক প্রথা ও প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলা হয়েছে দাবি করে বিএনপির চেয়ারপারসন বলেন, “কাজেই কোনো শ্রেণী-পেশার মানুষের অধিকারই আজ আর নিশ্চিত নয়। এই অবস্থার অবসানের জন্য, সাম্য ও সামজিক ন্যায়বিচারভিত্তিক একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে অংশ নেয়ার জন্য তিনি দেশের শ্রমজীবী মানুষের প্রতি আহ্বানন জানান। নতুন বার্তা /মোআ  

No comments:

Post a Comment