
রামদ্দি ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকসহ পাঁচ জনের বিরুদ্ধে একটি মামলা করেন এক পরীক্ষার্থীর অভিভাবক। শামসুল হক মজুমদারের করা এ মামলায় মঙ্গলবার আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে জেলা হাজতে পাঠানোর আদেশ দেন। আসামিরা হলেন - পরিচালনা কমিটির সভাপতি গাউসেল আলম খান লাল, প্রধান শিক্ষক আব্দুল গনি, কমিটির সদস্য আবুল কালাম আজাদ, নুরুল ইসলাম খান এবং শিক্ষক ওয়াহেদুজ্জামান। বাদীর আইনজীবী মজিবুর রহমান নান্টু বলেন, গত বছরের নভেম্বর মাসে বাদীর মেয়ে ইসরাত জাহান হাবসাসহ চরামদ্দি ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়ের ৬৩ শিক্ষার্থীর কাছ থেকে ফরম পূরণ বাবদ ২৮০০ থেকে ৩২০০ টাকা পর্যন্ত আদায় করে স্কুল কর্তৃপক্ষ, যেখানে মানবিক ও বাণিজ্য বিভাগের জন্য ১০৫৫ টাকা এবং বিজ্ঞান বিভাগের জন্য ১২৯০ টাকা নির্ধারণ করেছিল শিক্ষা বোর্ড। এরই মধ্যে ফরম পূরণ বাবদ অতিরিক্ত টাকা আদায়ের বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ প্রচার হলে স্কুল কর্তৃপক্ষকে অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেয় উচ্চ আদালত। পরে বাদী ও অন্য অভিভাবকরা অতিরিক্ত টাকা ফেরত চাইতে গেলে স্কুল কর্তৃপক্ষ তা ফেরত দেয়নি বলে জানান তিনি। আইনজীবী মজিবুর জানান, এ ঘটনায় গত ৮ এপ্রিল মামলা দায়ের হলে আসামিদের ১৯ মে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত দিন মঙ্গলবার আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এএইচ
No comments:
Post a Comment