সর্বকালের সর্বোচ্চ গোলের মালিক এখন মেসি খেলা ডেস্ক আরটিএনএন ন্যু ক্যাম্প: খেলার ২১ মিনিটেই গোল পেলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওলেন মেসি। এতেই লা লিগায় সর্বকালের সর্বোচ্চ গোলের এতদিনের মালিককে স্পর্শ করলেন তিনি। এরপর গুণে গুণে বার্সেলোনার হয়ে আরো দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেছেন মেসি। হ্যাটট্রিকের পথে প্রথমে অ্যাথলেটিক বিলবাওয়ের কিংবদন্তি খেলোয়াড় তেলমো জারার ২৫১ গোলের রেকর্ড ম্পর্শ করেন।
এরপর ৭২ মিনিটে টপকালেন জারাকে। এরপর ৭৮ মিনিটের গোলে এই ব্যবধান আরো বাড়ালেন আর্জেন্টিনার অধিনায়ক। তিনি এখন স্প্যানিশ লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডের মালিক। ৬০ বছর ধরে অক্ষত থাকা রেকর্ডটি ভাঙলেন তিনি। জারা ১৯৪০ ও ১৯৫০ দশকে খেলে ২৫১ গোলের রেকর্ডটি গড়েছিলেন। ২০০৬ সালে না ফেরার দেশে চলে যাওয়া এই কিংবদন্তি ফুটবলকে বিদায় জানান ১৯৫৩-৫৪ মৌসুমে। স্পেনের শীর্ষ লিগে এখন মেসির গোল ২৫৩টি। সর্বোচ্চ গোলদাতা হতে ২৮৯ ম্যাচ খেললেন তিনি। জারা ২৭৭ ম্যাচে আগের রেকর্ডটি গড়েছিলেন। ম্যাচের ২১তম মিনিটে বাঁকানো ফ্রি-কিকে ওপরের বাঁ কোণা দিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন মেসি। ৭২ মিনিটে বহু প্রতীক্ষিত রেকর্ডটি গড়ে ফেলেন মেসি। পাল্টা আক্রমণ থেকে বল নিয়ে এগিয়ে বাঁয়ে নেইমারকে বল বাড়ান মেসি। নেইমার তা ফেরত পাঠালে শুয়ে পা বাড়িয়ে বল জালে ঢুকিয়ে দেন আর্জেন্টিনা অধিনায়ক। ছয় মিনিট পর আবারো নেইমারের সঙ্গে বোঝাপড়ায় হ্যাটট্রিক তুলে নেন মেসি। ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বল নিয়ে আড়াআড়ি দৌড়ে নেইমারকে বল বাড়ান তিনি। বল ফেরত পেয়ে বাম কোণা দিয়ে জালে পাঠিয়ে দেন তিনি। লা লিগায় এ মৌসুমে মেসির এটি দশম গোল। রবিবার ন্যু ক্যাম্পে মেসির অনন্য রেকর্ডের দিনে বার্সেলোনা সেভিয়াকে হারিয়েছে ৫-১ ব্যবধানে। বাকি দুটি গোল করেছেন ব্রাজিল স্ট্রাইকার নেইমার এবং রাকিতিক। ম্যাচের ৭২ মিনিটে দ্বিতীয় গোল করে রেকর্ড ভেঙে দেওয়ার পর মেসিকে নিয়ে আনন্দে ভাসলেন সতীর্থরা। শূন্যে ভাসালেন মেসিকেও। ক্যারিয়ারের শুরু থেকে যেভাবে ফুটবল দুনিয়াকে শাসন করে চলেছেন, তাতে লা লিগায় আরো কয়েক বছর খেললে রেকর্ডটাকে হয়তো এক রকম ধরা ছোঁয়ার বাইরে নিয়ে যাবেন আর্জেন্টিনার ক্ষুদে এই জাদুকর। রেকর্ড গড়ার দিনের হ্যাটট্রিক মেসি তার ক্লাব সতীর্থ ও ন্যু ক্যাম্পের দর্শক এবং লা লিগায় এতদিন যারা রেকর্ড গড়েছেন তাদের সবাইকে উৎসর্গ করেছেন। পরে বার্সেলোনা ফেসবুক পেজে ২০০৫ সালে আলবাসিটের বিপক্ষে প্রথম গোলের ভিডিও দিয়ে তিনি লিখেছেন, যখন আমি এই গোলটি করি, তখন কোনো রেকর্ড গড়তে পারব এমন কল্পনাও করিনি। কিন্তু আজ কিংবদন্তি তেলমো জারার রেকর্ড ভেঙে সেটিও হয়ে গেলো। মেসি বলেছেন, একমাত্র আমার পক্ষে এই অর্জন সম্ভব হয়েছে, কারণ বার্সেলোনায় যারা আমার ক্যারিয়ার গড়ার সুযোগ দিয়েছেন, সতীর্থদের সাহায্য এবং ন্যু ক্যাম্পের যারা সব সময় আমার জন্য পাশে দাঁড়িয়েছেন। সবাইকে ধন্যবাদ। আমি আপনাদের কাউকে ভুলব না। লা লিগার সর্বোচ্চ গোলদাতারা লিওনেল মেসি- ২৮৯ ম্যাচে ২৫৩ গোল তেলমো জারা- ২৭৭ ম্যাচে ২৫১ গোল উগো সানচেস- ৩৪৭ ম্যাচে ২৩৪ গোল রাউল গঞ্জালেস- ৫৫০ ম্যাচে ২২৮ গোল আলফ্রেদো দি স্তেফানো- ৩২৯ ম্যাচে ২২৭ গোল মন্তব্য pay per click
No comments:
Post a Comment