Sunday, November 30, 2014

বেপরোয়া ট্রাকে বিচ্ছিন্ন ইবি ছাত্রের মাথা:RTNN

বেপরোয়া ট্রাকে বিচ্ছিন্ন ইবি ছাত্রের মাথা নিজস্ব প্রতিনিধি আরটিএনএন ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকের সামনে সড়ক দুর্ঘটনায় তৌহিদুর রহমান টিটু নামে ওই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত টিটু বায়োটেকনোলজি বিভাগের দ্বিতীয় বর্ষের (২০১০-২০১১ সেশন) ছাত্র বলে জানা গেছে। তার বাসা ঝিনাইদহে। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা খুলনা-কুষ্টিয়া মহাসড়ক
অবরোধ করে বিক্ষোভ করছে। এতে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পুলের সবক’টি বাসে আগুন দিয়েছে। এর মধ্যে অন্তত ১০টি বাস আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া প্রশাসনিক ও বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে ভাঙচুর চালিয়েছে তারা। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝিনাইদহে যাওয়ার উদ্দেশে টিটু দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাসে ওঠে। প্রধান ফটকের সামনের রাস্তায় বাসের জানালা থেকে তিনি মুখ বের করেন। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় টিটুর গলা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। নিহতের খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। সেটি পরে ক্যাম্পাসের ভেতরে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা প্রশাসনিক ও ভিসির বাসভবনে ভাঙচুর চালিয়েছে। এখনো তারা বিক্ষোভ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মন্তব্য pay per click    

No comments:

Post a Comment