Saturday, November 29, 2014

মাঠে শিবির, শহরে ছাত্রদলের শোডাউন :Natun Barta

কুমিল্লা: বেলা ১২টার পর আনুষ্ঠানিকভাবে শুরু হবে কুমিল্লা টাউন হল মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনসভা। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়াতে এ কর্মসূচি করছে জেলা বিএনপি নেতৃত্বাধীন ২০ দল। কিন্তু শনিবার সকাল নয়টার পরই মাঠে মিছিলসহ আসা শুরু করেছে জোটের অন্যতম শরিক জামায়াতের ছাত্র সংগঠন শিবিরের নেতাকর্মীরা। অন্যান্য সময়ের মতো কুমিল্লায়ও মূল মাঠের
একটি অংশ জামায়াত-শিবিরের জন্য বরাদ্দ করেছেন আয়োজকরা। মঞ্চের সামনের দিকের বাম পাশে বাঁশ দিয়ে বেষ্টনী করে দেয়া হয়েছে। আর ডান পাশে ছাত্রদলসহ বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের জন্য বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে ছাত্রদলের স্থানীয় বিভিন্ন কমিটির নেতাকর্মীরা গায়ে লাল গেঞ্জি পরে শহরের বিভিন্ন পয়েন্টে মিছিল করলেও তারা এখনো মাঠে প্রবেশ করেননি। মঞ্চ থেকে বারবার বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানিয়ে এবং সরকারের নানা সমালোচনা করে স্থানীয় নেতারা কথা বলছেন। অন্যদিকে মূল মঞ্চের বাম দিকে ছোট্ট মঞ্চে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর শিল্পীরা দেশাত্মবোধক ও দলীয় সংঙ্গীত পরিবেশন করছেন। বেলা ১০টা ২২ মিনিটের দিকে খালেদা জিয়া ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশে রওনা করেছেন। কুমিল্লায় পৌঁছে জেলা সার্কিট হাউজে দুপুরের আহার ও বিশ্রাম শেষে তিনি সমাবেশে অংশ নেবেন বলেও জানা গেছে। নতুন বার্তা/বিইউ/জবা

No comments:

Post a Comment