নাইক্ষ্যংছড়িতে পাহাড় কেটে রাবার ফ্যাক্টরি নির্মান বান্দরবান করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ২৯ নভেম্বর, ২০১৪ ১০:৩৮:২০ পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে পাহাড় কেটে রাবার ফ্যাক্টরি ও ঘর নির্মান করা হচ্ছে। আর এই ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। পাবর্ত্য অঞ্চলে পাহাড় কাটা নিষিদ্ধ থাকলেও গত বিশ দিন যাবৎ পাহাড় কাটা হচ্ছে সবার সামনে কিন্তু প্রশাসনের
কেউ কিছুই বলছে না। স্থানীয়রা বলছে, বাইশারী ইউনিয়নের ধাবনখালী মার্মা পাড়া সংলগ্ন রাস্তার পূর্ব পার্শ্বে জনবসতিপূর্ণ এলাকার মাঝখানে কাটা হচ্ছে পাহাড়। ঈদগাঁও এলাকার বাসিন্দা মৃত কবির আহমদ কোম্পানির ক্রয়সূত্রে ব্যক্তি মালিকানাধীন জায়গায় এজি লুৎফর রহমান রাবার বাগানের রাবার ফ্যাক্টরি ও ঘর নির্মাণের জন্য বিশাল পাহাড় কেটে স্থাপনা তৈরি করছেন। গ্রামের বাসিন্দা মংকিউ মাস্টার, মো. আলী, আব্দুল হক, বেলাল উদ্দিনসহ অনেকে অভিযোগ করে জানান, পাহাড় কাটার ফলে তারা নিজেদের বাড়িঘর নিয়ে বেশ শঙ্কিত। পাহাড় কাটায় যে কোনো মুহূর্তে বাড়িঘর বিধ্বস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী বর্ষা মৌসুমে প্রায় অর্ধশতাধিক বাড়িঘর ধসে পড়তে পারে। পাহাড় কাটার বিষয়ে এজি লুৎফর রহমান রাবার বাগানের ব্যবস্থাপক জামাল হোসেন বলেন, ‘ঘর ও রাবার ফ্যাক্টরি তৈরি করার জন্য সামান্য পাহাড় কেটে সমতল করা হচ্ছে।’ এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাফায়েত মো. শাহিদুল ইসলাম বলেন, 'পাহাড় কাটার ঘটনা ঘটলে অভিযান পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।' ইআর
No comments:
Post a Comment