Sunday, June 21, 2015

জাফরুল্লাহর গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার:আরটিএনএন

জাফরুল্লাহর গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা রবিবার প্রত্যাহার করে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। জরিমানার পাঁচ হাজার টাকা নির্ধারিত সাতদিনের মধ্যে না দেওয়ায় গত ১৮ জুন ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল-২। অ
বশ্য এর আগেই ১৬ জুন ওই জরিমানার আদেশ চেম্বার আদালত ৫ জুলাই পর্যন্ত স্থগিত করেন। তবে স্থগিতাদেশের লিখিত কপি না পাওয়ায় ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। রবিবার চেম্বার আদালতের স্থগিতাদেশের লিখিত কপি পেয়ে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করে নেয় চেয়ারম্যান ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল। রেজিস্ট্রারের মাধ্যমে লিখিত আদেশটিসহ আইনজীবী সনদ, অবহিতকরণপত্র এবং গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন নিজেই ট্রাইব্যুনালে দাখিল করেন ডা. জাফরুল্লাহ।  মন্তব্য      

No comments:

Post a Comment