ি সব সময়ই বলি, প্রতিটি খেলায় হার বা জিতের পর আপনি কিছু বিষয় শেখেন। প্রতি খেলা থেকেই আপনি কিছু বিষয় শিখবেন। সেগুলো সঙ্গে করে নিয়ে যাবেন এবং উন্নতির সুযোগ পাবেন,’ যোগ করেন ভারত দলের সাবেক এ অলরাউন্ডার। মিরপুরে বাংলাদেশের সঙ্গে প্রথম ম্যাচ হারের পর আইবিএন লাইভের ক্রিকেটবিষয়ক পোর্টাল ক্রিকেট নেক্সট-এর মুখোমুখি হয়েছিলেন রবি শাস্ত্রী। তিনি বলেন, ‘এটা (হারা) একটি শিক্ষা এ জন্য যে, আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং দুর্দান্তভাবে ফিরে আসতে হবে। তারা একটি ম্যাচ জিতেছে। তার পরও সিরিজ জেতার সুযোগ আছে। দেশে ভালো খেলতে থাকা বাংলাদেশের সঙ্গে বাকি দুই ম্যাচ জিততে ভারতকে আসল নৈপুণ্য দেখাতে হবে। তাই এটা ভালো চ্যালেঞ্জ। আর চ্যালেঞ্জ না থাকলে খেলায় আর কিছু অবশিষ্ট থাকে না।’ ভারত দলের এ পরিচালক বলেন, ‘আমাদের অন্য পরিকল্পনা (প্ল্যান-বি) আছে। এ বিষয়ে কোনো সংশয় নেই। যেমনটা আমি বলেছি, তাদের (ভারতের ক্রিকেটার) ভুল থেকে শিক্ষা নিতে হবে। দেখুন, আপনি একটা ম্যাচ এভাবে হারলে, আপনার কষ্ট পাওয়া উচিত। এ কষ্ট সব খেলোয়াড়েরই পাওয়া উচিত। আমরা ইতিবাচক হতে চাই। রবিশাস্ত্রী বলেন, আমরা সেদিন রাতে কিছুটা বেকায়দায় পড়েছিলাম। আপনাকে এর থেকে বেরিয়ে আসতে হবে, নিজেকে মেলে ধরতে হবে এবং নির্ভয়ে ক্রিকেট খেলতে হবে। আমরা তা-ই করব। হতে পারে আমরা পিছিয়ে আছি, তবু আমরা ভয়হীন ক্রিকেটই খেলতে যাচ্ছি।’ মন্তব্য
Sunday, June 21, 2015
দুর্দান্তভাবে ম্যাচে ফিরতে হবে ভারতকে: রবি:আরটিএনএন
ি সব সময়ই বলি, প্রতিটি খেলায় হার বা জিতের পর আপনি কিছু বিষয় শেখেন। প্রতি খেলা থেকেই আপনি কিছু বিষয় শিখবেন। সেগুলো সঙ্গে করে নিয়ে যাবেন এবং উন্নতির সুযোগ পাবেন,’ যোগ করেন ভারত দলের সাবেক এ অলরাউন্ডার। মিরপুরে বাংলাদেশের সঙ্গে প্রথম ম্যাচ হারের পর আইবিএন লাইভের ক্রিকেটবিষয়ক পোর্টাল ক্রিকেট নেক্সট-এর মুখোমুখি হয়েছিলেন রবি শাস্ত্রী। তিনি বলেন, ‘এটা (হারা) একটি শিক্ষা এ জন্য যে, আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং দুর্দান্তভাবে ফিরে আসতে হবে। তারা একটি ম্যাচ জিতেছে। তার পরও সিরিজ জেতার সুযোগ আছে। দেশে ভালো খেলতে থাকা বাংলাদেশের সঙ্গে বাকি দুই ম্যাচ জিততে ভারতকে আসল নৈপুণ্য দেখাতে হবে। তাই এটা ভালো চ্যালেঞ্জ। আর চ্যালেঞ্জ না থাকলে খেলায় আর কিছু অবশিষ্ট থাকে না।’ ভারত দলের এ পরিচালক বলেন, ‘আমাদের অন্য পরিকল্পনা (প্ল্যান-বি) আছে। এ বিষয়ে কোনো সংশয় নেই। যেমনটা আমি বলেছি, তাদের (ভারতের ক্রিকেটার) ভুল থেকে শিক্ষা নিতে হবে। দেখুন, আপনি একটা ম্যাচ এভাবে হারলে, আপনার কষ্ট পাওয়া উচিত। এ কষ্ট সব খেলোয়াড়েরই পাওয়া উচিত। আমরা ইতিবাচক হতে চাই। রবিশাস্ত্রী বলেন, আমরা সেদিন রাতে কিছুটা বেকায়দায় পড়েছিলাম। আপনাকে এর থেকে বেরিয়ে আসতে হবে, নিজেকে মেলে ধরতে হবে এবং নির্ভয়ে ক্রিকেট খেলতে হবে। আমরা তা-ই করব। হতে পারে আমরা পিছিয়ে আছি, তবু আমরা ভয়হীন ক্রিকেটই খেলতে যাচ্ছি।’ মন্তব্য
Labels:
আরটিএনএন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment