Wednesday, June 17, 2015

হরতাল: খুলনা-সাতক্ষীরা-মেহেরপুরে আটক অর্ধ শতাধিক:আরটিএনএন

হরতাল: খুলনা-সাতক্ষীরা-মেহেরপুরে আটক অর্ধ শতাধিক নিউজ ডেস্ক আরটিএনএন ঢাকা: জামায়াতে ইসলামীর ডাকা হরতাল শুরুর আগে সাতক্ষীরা, খুলনা ও মেহেরপুরে দলটির অর্ধ শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে খুলনা মহানগরীর ৮ থানা এলাকায় অভিযান চালিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মীকে আটক করেছে। বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের আটক করা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপ
ি) বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু জানান, এর মধ্যে দৌলতপুর থানায় ১১ জন, খুলনা থানায় ৫ জন, সোনাডাঙ্গা থানায় ৩ জন, খানজাহান আলী থানায় ৩ জন এবং খালিশপুর থানায় ১ জন আটক রয়েছেন। আটকরা সবাই জামায়াত-শিবিরের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী বলেও জানান তিনি। সাতক্ষীরায় আটক ২৮ সাতক্ষীরার বিভিন্ন জায়গা থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ২৮ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত তাদের আটক করা হয়।  জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, আটক ব্যক্তিরা জামায়াত-শিবিরের কর্মী। হরতালে নাশকতা চালাতে পারে—এমন আশঙ্কায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। মেহেরপুরে ১৯ নেতাকর্মী আটক মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১৯ কর্মীকে আটক করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত তাদের আটক করা হয়।  জেলা পুলিশ কন্ট্রোল রুম অপারেটর মিরাজ হোসেন জানান, সদর থানায় পাঁচ জন, গাংনী থানায় দশ জন ও মুজিবনগর থানা থেকে চার কর্মীকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি। মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) হামিদুল জানান, ১৫১ ধারায় আটক দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। মন্তব্য      

No comments:

Post a Comment