টাঙ্গাইল: জেলার মির্জাপুর উপজেলায় টিনবোঝাই একটি ট্রাক খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। বুধবার ভোররাতে উপজেলার আছিমতলা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন-শরীয়তপুরের রতন, ঢাকার কেরানীগঞ্জের শাহজাহান ও বিক্রমপুরের রফিক। তাদের বয়স ৩৫-৪৫ বছরের মধ্যে। নিহত তিনজনের লাশ উদ্ধার করেছে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার পুলিশ। আহত দুজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা
হয়েছে। গোড়াই হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরের ভাষ্য, ঢেউটিন বোঝাই ট্রাকটি ঢাকার কেরানীগঞ্জ থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল। মির্জাপুরের আছিমতলা এসে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি মহাসড়কের পাশে ২৫-৩০ ফুট গভীর খাদে পড়ে যায়। হতাহত হওয়া ব্যক্তিরা ট্রাকের পেছনের অংশে যাত্রী হয়ে উঠেছিলেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তার সহকারী পালিয়েছেন। নতুন বার্তা/এসএ
No comments:
Post a Comment