Monday, June 15, 2015

সহিংসতার শিকার নারীদের জন্য পুলিশের হেল্পডেস্ক:টাইমনিউজ

সহিংসতার শিকার নারীদের জন্য পুলিশের হেল্পডেস্ক টাইম ডেস্ক টাইম নিউজ বিডি, ১৫ জুন, ২০১৫ ১১:১৩:১২ বাংলাদেশে সহিংসতার শিকার নারীদের জন্য সোমবার থেকে একটি হেল্পডেস্ক চালু করছে পুলিশ। সহকারী পুলিশ মহাপরিদর্শক নজরুল ইসলাম বিবিসিকে জানিয়েছেন, এই হেল্পডেস্কের মাধ্যমে সহিংসতার শিকার নারীরা সরাসরি পুলিশের সাথে যোগাযোগ করতে পারবে এবং এক্ষেত্রে তাদেরকে সহায়তা করবে নারী পুলিশ সদস্যরা। এর মাধ্যমে পুলিশ তাদের
আইনগত সহায়তার পাশাপাশি সাময়িকভাবে আশ্রয়েরও ব্যবস্থা করবে বলে জানিয়েছেন নজরুল ইসলাম। এমনকি মেডিকেল সহায়তার ব্যবস্থাও পুলিশ করবে বলে জানিয়েছেন তিনি। তবে যেহেতু নারী পুলিশ সদস্যরাই সহায়তা করবে, এই হেল্পডেস্ক চালিয়ে যাবার জন্য কি পর্যাপ্ত নারী পুলিশ সদস্য কি পুলিশ বাহিনীতে আছে? নজরুল ইসলাম বলেছেন, এই লেভেলে একজন করে সাব ইন্সপেক্টর দেয়ার মতো অবস্থা রয়েছে প্রতি থানায়। কিন্তু সব থানায় যদি দুজন করে সাব ইন্সপেক্টর রাখা যায় তাহলে আমরা ২৪ ঘণ্টা এই সার্ভিস দিতে পারবো। এই বিষয়ে আমরা কাজ করছি। নারীরা যাতে সাহায্যের জন্য পুলিশের কাছে যায়, সেজন্যে সাধারণ মানুষকে এতে সম্পৃক্ত করার একটি প্রকল্পও রয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে পুলিশের মনোভাব পরিবর্তনের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে বলে জানান নজরুল ইসলাম। জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক তহবিলের সহায়তায় এ প্রকল্পের প্রথম হেল্পডেস্কটি আজ উদ্বোধন হবে জামালপুরে। এআর

No comments:

Post a Comment