Saturday, June 13, 2015

ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি প্রকাশের দাবি বিএনপির:আরটিএনএন

ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি প্রকাশের দাবি বিএনপির নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে দেশটির সঙ্গে করা বাংলাদেশের চুক্তির বিস্তারিত জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকীর এক প্রার্থনা সভায় এ দাবি জানান বিএনিপর স্থায়ী কমিটির সদস্য ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ।
বাংলাদেশ বৌদ্ধ ফ্রন্টের এই সভায় হান্নান শাহ বলেন, ‘মুজিব-ইন্দিরা চুক্তি করেছিলেন, তা ৪০ বছরে সফল হয়েছে। সম্প্রতি মোদি-হাসিনা যে ২২ দফা চুক্তি হলো তা কত বছরে সফল হবে কে জানে! তবে দেখার বিষয় এখানে ভারতের স্বার্থ বেশি থাকলে তা দ্রুতই সফল হবে।’ তিনি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে দুদেশের মধ্যে ২২ দফা চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যা জাতির সামনে বিস্তারিতভাবে তুলে ধরতে হবে। সব প্রকাশ করতে হবে।’ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ‘চুক্তিতে কোনো শর্ত নেই- এ কথা বলেছেন আমাদের প্রধানমন্ত্রীর। তবে কেন চুক্তির পূর্ণ বিবরণ জাতির সামনে তুলে ধরা হচ্ছে না। জাতিকে বুঝতে দিন চুক্তির সামগ্রিক বিষয়ে।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ সব সময় ভোল পাল্টায়। তারা কালোকে সাদা বানায়। সাদাকে কালো।’ যুবলীগ-ছাত্রলীগ জঙ্গিকাজে লিপ্ত দাবি করে হান্নান শাহ বলেন, ‘আওয়ামী লীগ সকল ধর্ম ও ভাষাকে বিভাজন করতে চায়। তাই তাদের অধীনে কোনো ধর্মের লোকই নিরাপদ নন।’ এ সময় তিনি আওয়ামী লীগের সব অবৈধ ও অনৈতিক কাজে বাধা দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। আয়োজক সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী পুলক কান্তিু বড়ুয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম-আহ্বায়ক বাবু সুশীল বড়ুয়া, খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যালবার্ট পি কস্টা, বাংলাদেশ বৌদ্ধ ফ্রন্টের উপদেষ্টা বাবু সনত কুমার তালুকদার, সদস্য সচিব বিপ্লব বড়ুয়া প্রমুখ। মন্তব্য      

No comments:

Post a Comment