আফগানিস্তানে ১০৯ তালেবান নিহত টাইম ডেস্ক টাইম নিউজ বিডি, ১৬ জুন, ২০১৫ ১৭:৩০:১৮ দেশজুড়ে চলমান সেনা সমর্থিত বিশেষ অভিযানে অন্তত ১০৯ তালেবান নিহত হয়েছেন। মঙ্গলবার এমনটাই দাবি করেছেন আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া। খবরে বলা হয়, আফগানিস্তানের ৩৪ প্রদেশের মধ্যে ৯টি প্রদেশে পুলিশ অভিযান চালিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘এতে ১০৯ সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯৬ জন।’ এ ছাড়া এক তালেবান যোদ্ধাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়টি। সর্বশেষ এই অভিযানে নিরাপত্তাবাহিনীর এক সদস্য নিহত হয়েছে বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে। তালেবান তাৎক্ষণিকভাবে এই খবরের বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। এএইচ
No comments:
Post a Comment