Wednesday, June 17, 2015

শিগগিরই ভাঙ্গছে ফিলিস্তিনী ঐক্যের সরকার:টাইমনিউজ

শিগগিরই ভাঙ্গছে ফিলিস্তিনী ঐক্যের সরকার আন্তর্জাতিক ডেস্ক টাইম নিউজ বিডি, ১৭ জুন, ২০১৫ ১৩:৩৯:৫০ ফিলিস্তিনের ফাতাহ-হামাসের মধ্যকার ঐক্যের সরকার ভেঙ্গে যাচ্ছে। এ সরকার শিগগিরই পদত্যাগ করবে বলে গত মঙ্গলবার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। খবর বিবিসির। আব্বাস বলেন, কেবিনেট থেকে ফাতাহ’র সদস্যরা পদত্যাগ করবেন। গাজা শাসনকারী হামাস সেখানে ফাতাহকে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে না দেওয়ায়
এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক ঘণ্টার মধ্যেই ঐক্যের সরকারের পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। গত বছরের জুনে পশ্চিম তীরের শাসক দল ফাতাহ ও গাজার শাসক দল হামাসের মধ্যে এই ঐক্যের সরকার গঠিত হয়। এ সরকার গঠনের পর থেকে এর সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছে ইসরায়েল। দেশটি জানিয়েছে, তারা হামাসের প্রতিনিধি সংশ্লিষ্ট কোনো সরকারের সঙ্গে আলোচনা বা চুক্তি করবে না। ২০০৬ সালে ফিলিস্তিনের সাধারণ নির্বাচনে বিপুল বিজয় লাভ করে ইসলামপন্থী দল হামাস। এরপর থেকে অধিকৃত গাজা উপত্যকা শাসন করে আসছে দলটি। অপরদিকে পশ্চিম তীরের ক্ষমতায় রয়েছে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ। ফাতাহ’র অভিযোগ, গাজায় ইসলামী রাষ্ট্র কায়েমের চেষ্টা করছে হামাস। এদিকে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের জনপ্রিয়তায় ভীত হয়ে সাধারণ নির্বাচন থেকে বিরত রয়েছে ফাতাহ। নতুন করে নির্বাচন হলে শুধু গাজা নয়, পুরো ফিলিস্তিনের শাসনভার চলে যাবে দলটির হাতে। এমকে

No comments:

Post a Comment