Wednesday, June 17, 2015

নাইকো মামলা বাতিল প্রশ্নে রুলের রায় কাল:টাইমনিউজ

নাইকো মামলা বাতিল প্রশ্নে রুলের রায় কাল স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৭ জুন, ২০১৫ ১১:৩৭:২৭ নাইকো দুর্নীতি মামলা বাতিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের বিষয়ে কাল বৃহস্পতিবার রায় দেবেন হাইকোর্ট। বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার রায় ঘোষণার এই দিন ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবী রাগীব রউফ চৌধুরী বলেন, কাল বেলা ১২টায় রায় ঘোষণা করবেন আদালত
। এই বেঞ্চে গত ২৮ মে খালেদা জিয়ার আবেদনের ওপর শুনানি শেষ হয়। ওই দিন রায় ঘোষণা অপেক্ষমাণ (সিএভি) রাখেন হাইকোর্ট। ২০০৭ সালের ৯ ডিসেম্বর কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক। ২০০৮ সালের ৫ মে এই মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়। পরে মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। ২০০৮ সালের ১৫ জুলাই মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি হাইকোর্ট রুল জারি করেন। শুনানি শেষে ওই রুলের রায় হবে কাল। এএইচ

No comments:

Post a Comment