লক্ষ্মীপুরে স্থানীয় আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা নিজস্ব প্রতিনিধি আরটিএনএন লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মফিজ উল্লাহ (৫৫) নামে এক মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৯টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মফিজ উল্লাহ বশিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বালাইশপুরের আবদুল আজিজের ছেলে। পুলিশ ও দলীয় সূত্র
জানায়, মফিজ উল্লাহ পাশের মসজিদে এশার নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন। এসময় সন্ত্রাসীরা তার গতিরোধ করে এলোপাথাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। সঙ্গে সঙ্গে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। বশিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন এ হত্যাকাণ্ডের জন্য স্থানীয় ‘সন্ত্রাসী’ লাদেন মাছুমকে দায়ী করেন। তিনি বলেন, ‘লাদেন মাছুমের হুমকিতে মফিজুল্লাহ দীর্ঘদিন ঢাকায় ছিলেন। এই মাছুম ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।’ স্থানীয় পোদ্দার বাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, ‘নিহতের গলা ও শরীরে জখমের একাধিক চিহ্ন রয়েছে। তার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’ মন্তব্য
No comments:
Post a Comment