Wednesday, June 17, 2015

কঠোর নিরাপত্তায় জামায়াতের হরতাল শুরু:আরটিএনএন

কঠোর নিরাপত্তায় জামায়াতের হরতাল শুরু নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: কঠোর নিরাপত্তার মধ্যে বুধবার সকাল থেকে সারা দেশে জামায়াতে ইসলামীর ডাকা হরতাল শুরু হয়েছে। হরতালে আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারাদেশে ১৩৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়। এর মধ্যে রাজধানীতে মোতায়েন করা হয়েছে ১৮ প্লাটুন। এ ছাড়া পুলিশসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে। আপিল বিভাগে
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় বহালের পর বুধবার ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াত। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই হরতালের ডাক দেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ। এতে বলা হয়েছে, মুজাহিদের মৃত্যুদণ্ডে হতাশ প্রকাশ করে ও তিনিসহ আটক সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি পালিত হবে। ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করতে দলের সব নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান মকবুল। অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন মুজাহিদ। মঙ্গলবার আপিলের রায়ে তার মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখা হয়। মন্তব্য      

No comments:

Post a Comment