Monday, June 15, 2015

দক্ষিণ আফ্রিকা থেকে পালিয়ে গেছেন বশির?:আরটিএনএন

দক্ষিণ আফ্রিকা থেকে পালিয়ে গেছেন বশির? আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন জোহাসেবার্গ: সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির দক্ষিণ আফ্রিকা থেকে পালিয়ে গেছেন বলে খবরে বলা হয়েছে। যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি বশিরের দক্ষিণ আফ্রিকা ত্যাগে রবিবার নিষেধাজ্ঞা আরোপ করে প্রিটোরিয়ার হাইকোর্ট। এই নিষেধাজ্ঞা আরোপের পর সুদানি তথ্যমন্ত্রী আহমেদ বিলাল ওসমান রবি
বার রাতে জানান যে প্রেসিডেন্ট দক্ষিণ আফ্রিকা থেকে সুদানের রাজধানী খার্তুমে পৌঁছেছেন। তবে অন্য খবরে বলা হয়, বশির এখনো দক্ষিণ আফ্রিকাতেই আছেন। আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলনে যোগ দিতে রবিবার জোহানেসবার্গ পৌঁছান বশির, যার বিরুদ্ধে দারফুরে গণহত্যার অভিযোগে ২০০৯ সালে দুটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। দক্ষিণ আফ্রিকা সফরকালে তাকে গ্রেপ্তারের দাবি জানায় আইসিসি এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একটি আবেদনের প্রেক্ষিতে প্রিটোরিয়ার হাইকোর্টের বিচারক হান্স ফেব্রিকাস বশিরের দক্ষিণ আফ্রিকা ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করে এবং বশির যাতে দেশটি ছেড়ে যেতে না পারে তা নিশ্চিত করার জন্য সরকারকে নির্দেশ দেয়। এ ব্যাপারে পরবর্তী শুনানির জন্য সোমবার সকাল সাড়ে নয়টায় সময় নির্ধারণ করা হয়। বশির পালিয়ে গেলে তা হবে দক্ষিণ আফ্রিকা সরকারের জন্য বিব্রতকর। এতে দেশটিতে আইনের শাসন নিয়ে প্রশ্ন উঠবে। সূত্র: আনাদোলু এজেন্সি মন্তব্য      

No comments:

Post a Comment