Tuesday, June 16, 2015

রায় রিভিউয়ের আবেদন করা হবে: মাহবুব:আরটিএনএন

রায় রিভিউয়ের আবেদন করা হবে: মাহবুব নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, আপিল বিভাগের দেয়া মুত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই রিভিউ করব। আপিল বিভাগেও জামায়াত নেতার মৃত্যুদণ্ড রায় বহাল রাখার পর মঙ্গলবার এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। খন্দকার মাহবুব বলেন, সর্বসম্মতিক্রমে এ রায় দেওয়া হ
য়েছে। কাজেই এখন বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তবে পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাওয়ার পরই আমরা রিভিউ করব। মুজাহিদের আপিল আবেদন খারিজ করে দিয়ে মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। মানবতাবিরোধী অপরাধে ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন মুজাহিদ। তবে সর্বোচ্চ সাজা হওয়ায় আপিল করেননি রাষ্ট্রপক্ষ। মন্তব্য      

No comments:

Post a Comment