তিন মাস নিখোঁজ ছাত্রদলের ৩ নেতা ‘বোমাসহ’ গ্রেপ্তার নিজস্ব প্রতিনিধি আরটিএনএএন ফরিদপুর: বাসা থেকে গ্রেপ্তারের দাবি পরিবার করলেও তা স্বীকার করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিন মাস পরে এসে নিখোঁজ ছাত্রদলের তিন নেতাকে ফরিদপুরে বোমা ও ককটেলসহ গ্রেপ্তারের দাবি করেছে সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই। ছাত্রদলের গ্রেপ্তার এই তিন নেতার মধ্যে রয়েছেন- সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোক
ন, গেন্ডারিয়া থানার নেতা মো. আলী ভূঁইয়া জনি (২৮) ও সোহাগ গাজী (২৭)। রবিবার গভীর রাতে ফরিদপুর শহরতলির কানাইপুর এলাকার তেঁতুলতলা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব। এরপর ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার বিকেল চারটা ৪০ মিনিটের দিকে তাদের র্যাব ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করে। ফরিদপুর র্যাব-৮ এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খালেদুজ্জামান দাবি করেন, রবিবার দিবাগত রাত তিনটায় ঢাকা-খুলনা সড়কের ফরিদপুর শহরতলির কানাইপুর এলাকার তেঁতুলতলা থেকে খোকনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫টি বোমা ও ২৫টি ককটেল উদ্ধার করা হয়। খোকনের বিরুদ্ধে রাজধানীর পল্টন ও সূত্রাপুর থানায় বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে। র্যাবের পক্ষ থেকে সোমবার সন্ধ্যায় তাদের বিরুদ্ধে নতুন করে ফরিদপুরে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। র্যাব-৮ এর ডিএমডি জিয়াউল হক বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে ৪/৫ এর ধারায় মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, গত রবিবার রাত তিনটার দিকে গোপন সংবাদে ফরিদপুর সদর থানার কানাইপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। মামলার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক বলেন, র্যাব ১৫টি বোমা ও ২৫টি ককটেলসহ তিনজনকে থানায় হস্তান্তর করেছে। ছাত্রদলের সাবেক সভাপতি শহীদুল ইসলাম বাবুল বলেন, খোকন তার কমিটিতে সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিন মাস আগে গত ৭ মার্চ ঢাকার ধানমন্ডির নিজ বাসা থেকে ডিবি পুলিশের সদস্যরা তাকে আটক করে। তারপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। খোকনের সন্ধান পাওয়ায় তার পরিবার ও আত্মীয়-স্বজনেরা স্বস্তি প্রকাশ করেছেন বলে জানান তিনি। এর আগে বিএনপি চেয়ারপাসনের প্রেসউইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিকেলে আরটিএনএন- কে বলেন, ‘খোকনসহ ছাত্রদলের তিনজন নেতাকে ফরিদপুর কোতোয়ালি থানায় রাখা হয়েছে। আমরা তাদের বিষয়ে খোঁজ-খবর নিচ্ছি।’ গতকাল রবিবার রাতে গুলশান কার্যালয়ে এসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন খোকনের স্ত্রী ও স্বজনেরা। উল্লেখ্য, বিএনপি ও পরিবারের দাবি, চলতি বছরের ৭ মার্চ ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনকে গ্রেপ্তার করে ডিবি। পরে র্যাবের কাছে হস্তান্তর করা হয়। এক বিবৃতিতে সে সময়ে বিএনপির মুখপাত্র ও যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এই দাবি করেন। পরে তিনিও নিখোঁজ হয়েছিলেন। আইনশৃঙ্খলা বাহিনী তাকে উত্তরার একটি বাসা থেকে তুলে নিয়ে গেছে বিএনপি এবং পরিবারের এমন দাবির প্রেক্ষাপটে দীর্ঘদিন পর সম্প্রতি সালাহ উদ্দিকে ভারতের শিলংয়ে উদ্ধার করা হয়েছে। মন্তব্য
No comments:
Post a Comment