
না করেই পালিয়ে যান এই বলে যে বিল অনেক বেশি হয়েছে। পরে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সেই বিল পরিশোধ করে। বিল পরিশোধ না করার ঘটনা এটাই প্রথম নয়। সাবেক সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স নায়েফ বিন আবদুল আজিজের সাবেক স্ত্রী মহা আল-সুদাইরি ফ্রান্সে বিলাসবহুল সব পণ্য কিনে বিল পরিশোধ থেকে বিরত ছিলেন। ঘটনাটি ২০১২ সালের। পরে লাখ লাখ ডলারের সেই বিল পরিশোধে ফরাসি সরকারকে হস্তক্ষেপ করতে হয়। প্রয়াত বাদশাহ আবদুল্লাহর নাতি প্রিন্স সৌদ বিন আবদুল আজিজ (৩৯) ২০১০ সালে লন্ডনে তার সুদানি পুরুষ ভৃত্যকে মারধর, যৌন নিপীড়ন ও হত্যার দায়ে ২০ বছর কারাদণ্ড পান। ২০১২ সালে বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে সৌদি আরবে পাঠিয়ে দেয়া হয়। অভিযোগ আছে প্রিন্স সৌদি একজন সমকামী। সৌদি আরবে সমকামিতার শাস্তি মৃত্যুদণ্ড হলেও তার কিছুই হয়নি। সূত্র: ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস। কেএইচ
No comments:
Post a Comment