সারাদেশে বুধবার জামায়াতের হরতাল স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৬ জুন, ২০১৫ ১২:০৮:৪৩ আপিল বিভাগে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় বহালের পর বুধবার ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে দলটি। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই হরতালের ডাক দেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ। উল্লেখ্য, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহি
দের মানবতাবিরোধী অপরাধের মামলায় চূড়ান্ত রায় ঘোষণা করেছে সু্প্রিম কোর্টের আপিল বিভাগ। আপিল আবেদন খারিজ করে দিয়ে ফাঁসির আদেশ বহাল রেখে মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন। সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর মধ্যে ৩, ৫ ও ৬ নম্বর অভিযোগে ফাঁসির আদেশ বহাল রাখেন। এছাড়াও ৪ নম্বর অভিযোগে যাবজ্জীবন এবং ৭ নম্বর অভিযোগ থেকে তাকে খালাস দেন আদালত। ২০১০ সালে যুদ্ধাপরাধের বিচার শুরুর পর আপিল বিভাগে এ নিয়ে চারটি মামলার নিষ্পত্তি হলো। এর মধ্যে তিনটিতে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এর আগে ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। পরে একই বছরের ১১ আগস্ট ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। তবে সর্বোচ্চ সাজা হওয়ায় আপিল করেননি রাষ্ট্রপক্ষ। এআর
No comments:
Post a Comment