প্যারিস এয়ার শোতে পাকিস্তানের জঙ্গিবিমান বিক্রি আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন ইসলামাবাদ: পাকিস্তান প্রথমবারের জন্য জঙ্গিবিমান বিক্রি করতে যাচ্ছে। পাকিস্তান তার জেএফ-১৭ থান্ডার নামের জঙ্গিবিমান বিক্রয়ের জন্য প্রথমবারের মতো ক্রয়াদেশ পেয়েছে। পাকিস্তান বিমান বাহনীর মূখপাত্র এয়ার কমোডর সৈয়দ মুহাম্মদ আলী জঙ্গিবিমান ক্রয়াদেশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। কোন দেশের নিকট বিক্রি করছে, কয়টি বিমান বিক্রি
করছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি। তবে পাকিস্তান বিমান বাহিনীর আরেকজন সিনয়র কর্মকর্তা এয়ার কমোডর খালিদ মাহমুদ জানান, জঙ্গিবিমান একটি এশীয় দেশের নিকট বিক্রি করা হয়েছে এবং ২০১৭ সালে ডেলিভারি দেওয়া হবে। ঘনিষ্ঠ মিত্র চীনের সহায়তায় পাকিস্তানে তৈরি সর্বাধুনিক মডেলের এই জঙ্গিবিমানটি শব্দের চেয়ে দ্বিগুণ গতি সম্পন্ন এবং ৫৫,০০০ ফুট উপর দিয়েও উড়তে সক্ষম। পাকিস্তান প্রধানত তার প্রতিরক্ষা সরঞ্জাম অন্যদেশ বিশেষ করে চীন থেকে আমদানি করে। তবে এখন থেকে দেশটি জেএফ-১৭ জঙ্গিবিমান, পাকিস্তানে তৈরি ট্যাংক এবং ড্রোন প্রভৃতি রপ্তানি করবে বলে আশা করছে। বিক্রির আদেশ পাওয়ার পরই প্যারিস এয়ার শোতে পাকিস্তানের এই জঙ্গিবিমানের গর্জন শোনা যায়। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের এই জঙ্গিবিমান তৈরিকে একটি সফলতা হিসেবে দেখা হচ্ছে। এর খরচও পড়বে অনেক কম। যুক্তরাষ্ট্রের তৈরি এফ-সিক্সটিন জঙ্গিবিমানের দাম ১ কোটি ৬০ লাখ ডলার থেকে ১ কোটি ৮০ লাখ ডলার হলেও পাকিস্তানের এ বিমানের দাম এর চেযে অনেক কম হবে। জঙ্গিবিমান রপ্তানির মাধ্যমে পাকিস্তান তার বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করার আশা করছে। তিন দিনব্যাপী প্যারিস এয়ার শো রবিবার শেষ হয়। সূত্র: এএফপি মন্তব্য
No comments:
Post a Comment