ফাঁসিতেও গণজাগরণ মঞ্চে নেই সাড়া (ভিডিও) নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: আপিল বিভাগ একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখায় উল্লাস প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। তবে তাদের এই উল্লাসে আগের মত প্রাণ নেই। আগে রায়ের আগের দিনই যেখানে হাজার হাজার মানুষ শাহবাগে সরকার সমর্থক সংগঠনটির ব্যানারে হাজির হত, এখন আর সেটি নেই। নেই
উৎসুক জনতারও ভিড়। মঙ্গলবার মুজাহিদের রায় ঘোষণা আগে জনা চারেক কর্মী অবস্থান করে। রায় ঘোষণার পরে মিছিল পর্যন্ত তা গিয়ে ঠেকে মাত্র ২১ জনে। এই ২১ জনই একটি মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে শাহবাগে ফিরে আসে। সেখানে জাদুঘরের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মঞ্চের মুখপাত্র ও রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. ইমরান এইচ সরকার। মুজাহিদের রায়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘আপিল বিভাগ রায় বহাল রাখায় আমরা খুশি হয়েছি।’ ইমরান বলেন, ‘আপিলের রায়ের আগেও আমাদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছিল, আইনের ফাঁক-ফোকর অথবা সমঝোতার প্রক্রিয়ায় মুজাহিদ বের হয়ে যাবেন। তবে রায়ের পর সে আশঙ্কা দূর হয়েছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে বিরোধী রাজনীতি মুলোৎপাটন করে মুক্তিযুদ্ধের চেতনার যে রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখি, তা এই রায় কার্যকরের মাধ্যমে বাস্তবায়ন হবে।’ এ সময় ইমরান এইচ সরকারের সঙ্গে গণজাগরণ মঞ্চের লাকি আখতার, ভাস্কর রাশাকে দেখা গেছে। উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধে ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন মুজাহিদ। তবে সর্বোচ্চ সাজা হওয়ায় আপিল করেনি রাষ্ট্রপক্ষ। সে রায়ই বহাল থাকল আপিল বিভাগে। মন্তব্য
No comments:
Post a Comment