যুক্তরাষ্ট্রে গির্জায় ঢুকে গুলি, নিহত ৯ আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন ক্যারোলিনা: যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা রাজ্যের চার্লসটনের একটি ঐতিহাসিক আফ্রিকান-আমেরিকান গির্জায় ঢুকে গুলি করেছেন এক শ্বেতাঙ্গ বন্দুকধারী। এতে অন্তত নয়জন নিহত হয়েছেন। আহত অপর একজনকে হাসপাতালে নেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার রাতে এ ঘটনায় আটজন গুলিবিদ্ধ হওয়ার কথা জানিয়েছিল স্থানীয় গণমাধ্যমগুলো। নিহতদের মধ্যে
ওই গির্জার একজন যাজকও রয়েছেন যিনি রাজ্যসভারও একজন সদস্য শহর পুলিশের প্রধান গ্রিগরি মুলেন বলেন, ‘ইমানুয়েল আফ্রিকান মেথডিস্ট এপিস্কোপাল চার্চে ঢুকে বৃহস্পতিবার এক বন্দুকধারী গুলি করে আটজন জনকে হত্যা করেছে। আর আহত অপর একজন পরে মারা গেছেন।’ তিনি বলেন, এটা সবার কাছেই একটি ঘৃণিত অপরাধ। শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ বছর বয়সী ওই বন্দুকধারী পালিয়ে আছেন এবং তার খোঁজে তল্লাশি অব্যাহত থাকার কথা জানিয়েছে পুলিশ। পুলিশের বরাত দিয়ে চার্লসটনের সংবাদপত্র দ্য পোস্ট ও কুরিয়ার জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী জিন্সের প্যান্ট ও মাথায় টুপিওয়ালা ফ্লানেলের শার্ট পরিহিত ২০ বছর বয়সী এক শ্বেতাঙ্গ তরুণ। চার্লসটন পুলিশ দপ্তরের মুখপাত্র চার্লস ফ্রান্সিস জানিয়েছেন, রাত নয়টার দিকে ইমানুয়েল এএমই গির্জায় গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছে। ইমানুয়েল আফ্রিকান মেথডিস্ট এপিস্কোপাল চার্চ যা ‘মাদার ইমানুয়েল’ নামেই অধিক পরিচিত। ১১০ ক্যালহুন স্ট্রিটের ওই চার্চে হামলাকারী ব্যক্তিটি শ্বেতাঙ্গ যুবক বলে টুইটারে জানিয়েছে চার্লসটন পুলিশ। মাদার ইমানুয়েল যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাচীন চার্চ। এটি প্রতিষ্ঠা করা হয়েছিল ১৮১৬ সালে। সূত্র: বিবিসি মন্তব্য
No comments:
Post a Comment