Wednesday, June 17, 2015

বিজিবির ওপর গুলির ঘটনা ভুল বোঝাবুঝি: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী :নতুন বার্তা

ঢাকা: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, “মিয়ানমারে গুলিবর্ষণের ঘটনা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ভুল বোঝাবুঝির কারণে ঘটেছে।”   বুধবার দুপুরে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রতিমন্ত্রী। বুধবার ভোরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল দলের ওপর গুলিবর্ষণ করে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। এতে বিপ্লব নামের বিজিবির এক স
দস্য গুলিবিদ্ধ হন। একই ঘটনায় নায়েক আবদুর রাজ্জাক নামের বিজিবির অপর সদস্যকে ধরে নিয়ে গেছে মিয়ানমার। এ ঘটনার উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “মিয়ানমার সীমান্তে বিজিবি ও বিজিপির মধ্যে দুর্ঘটনা ঘটেছে, গোলাগুলির ঘটনা ঘটেছে। নাফ নদীতে এপারে আমাদের বিজিবির সদস্যরা টহল দিচ্ছিল। একই সময়ে নদীর ওপারে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী টহল দিচ্ছিল। ওই সময়ে বিজিবির একটি টহল জলযান পেছনে পড়ে যায়। মাছ ধরার নৌকায় সেটি বাধাপ্রাপ্ত হয়। এতে ভুল বোঝাবুঝির কারণে দুনো পক্ষে গুলি হয়েছে।” এটি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “আমাদের একজন বিজিবি সদস্য আহত অবস্থায় তাদের অধীনে চিকিৎসাধীন আছেন। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফিরিয়ে আনা হবে। শিগগির পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হবে। সামনে যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, তাতে উভয় পক্ষ সতর্ক থাকবে।” গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সঙ্গে এক বৈঠকে খালেদা জিয়া বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়ন্ত্রণে দেশ নেই, দেশ চালাচ্ছে পুলিশ।”   স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী নয়, সরকারই দেশ চালাচ্ছে। খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন। তার ওই বক্তব্য বিব্রতকর ও বিভ্রান্তিকর। দেশে সরকার আছে, সংসদ আছে। সরকার দেশ চালাচ্ছে, আর আইনশৃঙ্খলা বাহিনী তার রুটিন কাজ করছে।” জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চিঠিতে দেশের বিশিষ্ট ২৫ নাগরিককে হত্যার হুমকি প্রসঙ্গে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। গোয়েন্দারা কাজ করছে। কোনো ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে, এ জন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। আনসারুল্লাহ বাংলা টিম যে চিঠি দিয়েছে, তা নিয়ে গোয়েন্দারা কাজ করছে।” আসন্ন রমজান ও ঈদে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় রাখার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।   নতুন বার্তা/কেএম  

No comments:

Post a Comment