Sunday, May 17, 2015

সৌদিতে আলোচনা বর্জন হুতি বিদ্রোহীদের:টাইমনিউজ

সৌদিতে আলোচনা বর্জন হুতি বিদ্রোহীদের ইন্টারন্যাশনাল ডেস্ক টাইম নিউজ বিডি, ১৭ মে, ২০১৫ ১৭:২৪:০২ সৌদি আরবের বিমান হামলার জের ধরে ইয়ামেনের সমস্যা সমাধানে রিয়াদে অনুষ্ঠিতব্য আলোচনা বর্জন করেছে হুতি বিদ্রোহীরা। দীর্ঘ দিন দরে চলে আসা সঙ্কট মোকাবিলা করতে সৌদি আরবের রাজধানী রিয়াদে তিন দিনের একটি আলোচনা সভার আয়োজন করেছে ইয়ামেনের নির্বাসিত প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর আল হাদি। প্রেসিডেন্ট হাদি, প্রধানমন্ত্
রী খালেদ বাহাহ এবং দেশটির বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রায় চার শ' প্রতিনিধি রোববার রিয়াদে একত্রিত হয়েছেন। এর মধ্যে রয়েছে সুন্নি ইসলাহ পার্টি, সমাজতান্ত্রিক ও সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহের রাজনৈতিক দলের সদস্যরা ও জেনারেল পিপলস কংগ্রেস (জিপিসি)। ইয়ামেনের সোয়াত এলাকার অধিকাংশ এলাকায় নিয়ন্ত্রণ বজায় রাখা হুতি বিদ্রোহীরা এই আলোচনা সভা প্রত্যাখান করেছে। ইয়ামেনে বিমান হামলা চালানো অন্য কোনো দেশেও তারা আলোচনায় বসতে আগ্রহী না। তাদের দাবি, ইয়ামেনেই আলোচনা অনুষ্ঠিত হতে হবে। দীর্ঘ দিন ধরে তাদেরকে সরকারের কম গুরুত্ব দেয়া ও শোষণ করার অভিযোগ করে আসছে বিদ্রোহীরা। ২০০৪ সাল থেকে ২০১০ সালের মধ্যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে মোট ছয়বার যুদ্ধ করেছিল তারা। গত বছর তাদের শক্তিশালী স্থান থেকে অন্য এলাকা নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা চালিয়ে যায়। গত সেপ্টেম্বরে রাজধানী সানা দখল করে এবং নিজেদের নিয়ন্ত্রণ আরো প্রশস্ত করার চেষ্টা চালিয়েছে। সৌদি আরবে পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট হাদি এক সংবাদ সম্মেলনে হুতিদের উপর বেপরোয়া হামলা চালানোর অনুমতি দেন। সানায় ফিরে যেতে ও যুদ্ধের ইতি টানতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য চেয়ে হাদি বলেছিলেন, "হুতিরা জোরপূর্বক ক্ষমতা দখল করে নিয়েছে।" আলোচনা সভা আয়োজন কমিটির প্রধান আব্দুল আজিজ আল জাবের বলেছেন, হুতিরা অংশগ্রহণ না করলেও সালেহের ও জিপিসি দলের অনেক নেতা এখানে অংশগ্রহণ করেছে। কিন্তু তিনি বলেছেন, "আমরা সালেহ বা যারা আন্তর্জাতিক সম্প্রদায়ের শাস্তির মুখোমুখি হওয়া কারো সঙ্গে আলোচনা করব না।" ২০১১ সাল পর্যন্ত ইয়ামেনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং হুতিদেরকে সাহায্য করছেন বলে ধারণা করা হচ্ছে। গত নভেম্বর থেকে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র তাকে শাস্তিযোগ্যদের তালিকায় রেখেছে। জেডআই

No comments:

Post a Comment