Sunday, May 24, 2015

ইসরাইলের প্রস্তাব প্রত্যাখ্যান করলো সৌদি আরব:আরটিএনএন

ইসরাইলের প্রস্তাব প্রত্যাখ্যান করলো সৌদি আরব আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন ঢাকা: নিজেদের তৈরি ‘আয়রন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি সৌদি আরবকে দেয়ার প্রস্তাব দিয়েছে ইহুদিবাদী ইসরাইল। তবে তাদের এই প্রস্তাব সাথে সাথেই প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। সৌদি সীমান্তে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের রকেট হামলা প্রতিরোধে আয়রন ডোম ব্যবহারের প্রস্তাব দেয় ইসরাইল। লন্ডন ভিত্তিক আরবি পত্রিকা ‘রাই আল ইয়াওম’-এ
র উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যের একাধিক সংবাদমাধ্যম। আল ইয়াওমে শনিবার প্রকাশিত খবর অনুযায়ী, গত সপ্তাহে জর্দানের রাজধানী আম্মানের মার্কিন দূতাবাসে সৌদি ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে এক বৈঠকে এ প্রস্তাব দেয়া হয়। তেল আবিবের হয়ে মার্কিন কর্মকতারা প্রস্তাব তুলে ধরেন। ইসরাইলি প্রস্তাবটি ওই বৈঠকেই প্রত্যাখ্যান করেন সৌদি কূটনীতিকরা। ওই বৈঠকে আরো কয়েকটি আরব দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন বলে জানানো হয়েছে। তবে জর্দান সরকারের এক মুখপাত্র এমর বৈঠকের কথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, এ ধরনের কোনো বৈঠক অনুষ্ঠানের কথা তাদের জানা নেই। গত ২৬ মার্চ থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দমনে সৌদির নেতৃত্বে বিমান অভিযান চালাচ্ছে আরব জোট। এখনো পর্যন্ত অভিযানের চুড়ান্ত লক্ষ্য অর্জিত হয়নি। এদিকে অভিযানের জবাবে মাঝে মাঝেই সৌদি আরবের দক্ষিণ সীমান্তে রকেট হামলা চালাচ্ছে হুথিরা। এছাড়া সৌদি স্থলসেনাদের সাথেও একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে বিগত সপ্তাহগুলোতে। এতে কয়েকশ হুথিসহ কয়েকজন সৌদি সেনাও মারা গেছেন। সূত্র: ওয়ার্ল্ড মনিটর, টাইমস অব ইসরাইল। মন্তব্য      

No comments:

Post a Comment