Tuesday, May 5, 2015

আইএসের হয়ে যুদ্ধে ভারতীয় প্রকৌশলী নিহত:আরটিএনএন

আইএসের হয়ে যুদ্ধে ভারতীয় প্রকৌশলী নিহত আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন দামেস্ক: সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের পক্ষে লড়াই করতে গিয়ে মারা গেছেন ভারতের এক প্রকৌশল বিভাগের এক ছাত্র। মঙ্গলবার গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি। সিরিয়ায় আইএসের পক্ষে লড়াই করতে গিয়ে গত ১৫ মার্চ  নিহত হয়েছেন ২৫ বছরের হানিফ ওয়াসিম। তার বাড়ি ভরতের হায়দ্রাবাদ শহরে। নিজ দেশে পড়াশোনা শেষ করার পর তিনি গত
বছর নভেম্বরে প্রকৌশল বিদ্যায় উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য লন্ডন গিয়েছিলেন। সেখানেই তিনি আইএসের দ্বারা প্রভাবিত হন এবং তাদের দলে যোগ দিতে সিরিয়ায় পাড়ি জমান। এর আগে ভারতের এক প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে হানিফ ওয়াসিম স্নাতক ডিগ্রি লাভ করেন। বোনের বিয়ে উপলক্ষে গত ফেব্রুয়ারিতে তিনি শেষবারের মত দেশে এসেছিলেন। পুলিশের ধারণা, হানিফ ওয়াসিম হায়দ্রাবাদের আরো এক তরুণকে তার সঙ্গে সিরিয়া নিয়ে গিয়েছিলেন। ওই তরুণের খোঁজ করছে পুলিশ। আইএস নেতা আবু বকর আল বাগদাদির বক্তব্যে প্রভাবিত হয়ে গত বছর আরো বেশ কয়েকজন ভারতীয় যুবক জঙ্গিদের পক্ষে জিহাদ করার জন্য ইরাক ও সিরিয়ায় পাড়ি জমিয়েছিল। গত বছর অক্টোবরে মুম্বাইয়ের এক মার্কিন স্থাপনা বোমা মেরে উড়িয়ে দেয়ার ষড়যন্ত্রে জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছিল মুম্বাইয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ার আনিস আনসারিকে। এর দুই মাস আগে ইসলামিক স্টেটের পক্ষে টুইটার পরিচালনা করার দায়ে আটক করা হয়েছিল কলকাতার যুবক মেহেদি মাসরুর বিশ্বাসকে। তিনি পেশায় ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার ছিলেন। সূত্র: এনডিটিভি মন্তব্য      

No comments:

Post a Comment