৬ ঘণ্টা পর ফের রেল চলাচল স্বাভাবিক ব্রাহ্মণবাড়িয়া করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ১৯ মে, ২০১৫ ১২:২৪:১৬ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাঘাচং রেলস্টেশন এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ৬ ঘণ্টা পর আপ-লাইনে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার রাত ৩টায় লাইনচ্যুত বগি সরিয়ে আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে রাত ১০টা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। রাত ৩টায় এই লাইনচ্
যুত বগি সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করা হয়। তবে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। পাঘাচং রেলস্টেশনের মাস্টার মো. নূর নবী জানান, রাতে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন আখাউড়া জংশন থেকে ছেড়ে আসে। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং স্টেশন এলাকা পার হওয়ার সময় বিকট শব্দে ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে করে আপ লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ডাউন লাইনে চট্রগ্রাম ও সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক ছিল। পরে আখাউড়া রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে রাত ১০টা থেকে কাজ শুরু করে। প্রায় ৫ ঘণ্টা চেষ্টার পর রাত তিনটায় লাইনচ্যুত বগি সরিয়ে আপ-লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এসএইচ/এমকে
No comments:
Post a Comment