শহীদুল হক বলেন, নারী লাঞ্ছনার ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে প্রত্যেককে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে। বাংলা বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসএসি এলাকায় উচ্ছৃঙ্খল একদল যুবকের হাতে যৌন হেনস্তার শিকার হন একাধিক তরুণী। ওই ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেন। নারী ও শিশু নির্যাতন আইনের এই মামলায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়। এ ঘটনার তদন্ত করে আগামী ২৭ মের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং পুলিশের মহাপরিদর্শককে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ওই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না এই মর্মে স্বতঃপ্রণোদিত রুল জারি করা হয়। মন্তব্য
Sunday, May 17, 2015
আটজন সনাক্ত, ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার:আরটিএনএন
শহীদুল হক বলেন, নারী লাঞ্ছনার ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে প্রত্যেককে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে। বাংলা বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসএসি এলাকায় উচ্ছৃঙ্খল একদল যুবকের হাতে যৌন হেনস্তার শিকার হন একাধিক তরুণী। ওই ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেন। নারী ও শিশু নির্যাতন আইনের এই মামলায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়। এ ঘটনার তদন্ত করে আগামী ২৭ মের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং পুলিশের মহাপরিদর্শককে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ওই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না এই মর্মে স্বতঃপ্রণোদিত রুল জারি করা হয়। মন্তব্য
Labels:
আরটিএনএন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment