ঢাকা: পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী লাঞ্ছনার ঘটনায় আটজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। রোববার সকালে পুলিশের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। আইজিপি বলেন, কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে জনগণের সহযোগিতা চেয়েছেন তিনি। শহীদুল হক বলেন, নারী লাঞ্ছনার ঘটনায় ধরিয়ে দিতে পারলে প্রত্যেককে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। বাংলা বর
্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসএসি এলাকায় উচ্ছৃঙ্খল একদল যুবকের হাতে যৌন হেনস্তার শিকার হন একাধিক তরুণী। ওই ঘটনায় বুধবার রাতে রাজধানীর শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করে। এ ঘটনার তদন্ত করে আগামী ২৭ মের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং পুলিশের মহাপরিদর্শককে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ওই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না এই মর্মে স্বতঃপ্রণোদিত রুল জারি করেছেন। নতুন বার্তা/এসএ
No comments:
Post a Comment