Tuesday, May 5, 2015

জাপার তিন মন্ত্রীকে পদত্যাগের আহ্বান এরশাদের:আরটিএনএন

জাপার তিন মন্ত্রীকে পদত্যাগের আহ্বান এরশাদের নিউজ প্রতিনিধি আরটিএএন রংপুর: মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির তিন মন্ত্রীকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান এবং সাবেক স্বৈরশাসক এইচএম এরশাদ। সোমবার বিকেলে রংপুর শহরের সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির কার্যালয়ে এক অনুষ্ঠানে এরশাদ এ কথা বলেন। এরশাদ বলেন, ‘আমার দলের মন্ত্রীদের পদত্যাগ করতে হবে।’ জাতীয় পার্টির রংপুর মহানগর কমিটির কর্মিসভা উ
পলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় পার্টি বর্তমান দশম জাতীয় সংসদে বিরোধী দলের দায়িত্ব পালন করছে। কিন্তু দলটির তিন নেতা আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় আছেন। এরা হলেন-পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। পাশাপাশি এরশাদকে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্ব দেওয়া হয়। দেশি-বিদেশি অনেকেই এমন অভিনব ব্যবস্থার সমালোচনা করছেন। তবে এরশাদ তার দলের মন্ত্রীদের পদত্যাগের কথা বললেও নিজে বিশেষ দূতের পদ থেকে পদত্যাগ করবেন কি না সেটা বলেননি। সভায় এরশাদ বলেন, একজন ডা. মিলন আর নূর হোসেনের জন্য ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম। আর এখন প্রতিদিন অসংখ্য মিলন-নূর হোসেন মারা যাচ্ছে। মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। আমার ওপর যে অত্যাচার নির্যাতন হয়েছে, ভোটের মাধ্যমে ক্ষমতায় গিয়ে তার প্রতিশোধ নিতে চাই। এরশাদ বলেন, বিএনপি আমার অস্তিত্ব বিলীন করতে চেয়েছিল, এখন তাদেরই অস্তিত্ব বিলীন হতে বসেছে। শোচনীয় পরাজয় তিন সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থীরা শোচনীয় পরাজয় বরণ করার পরই এরশাদ এ আহ্বান জানালেন। তবে এরশাদ এ ঘোষণায় অটল থাকবেন কিনা কিংবা তার আহ্বান মেনে তিন মন্ত্রী পদত্যাগ করবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। তিন সিটিতে জাতীয় পার্টির তিন মেয়র প্রার্থী পেয়েছেন মোট ১৩,৬০০ ভোট যা কার্যত একজন কাউন্সিলর প্রার্থীর পাওয়ার কথা। দলের নেতাকর্মীরা জাতীয় পার্টির বর্তমান ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। মন্তব্য      

No comments:

Post a Comment