কাঠামো এবং অভ্যন্তরীণ বিরোধের মতো সমস্যার কারণে দক্ষিণের দেশগুলোর পক্ষে এককভাবে এসব ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করা সম্ভব হচ্ছে না। উত্তরের সহযোগিতা এসব বাধার অধিকাংশই দূর করতে পারে।’ ‘২০১৫-পরবর্তী উন্নয়ন এজেন্ডায় দক্ষিণ-দক্ষিণ ও ত্রিমুখী সহযোগিতা, দক্ষিণের উন্নয়নে অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তর’ শীর্ষক দুদিনের এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘গবেষণা ও উন্নয়নের জন্য দক্ষিণের বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত সেন্টার অব এক্সিলেন্স দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার গুণগত সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। প্রধানমন্ত্রী বলেন, ‘জাতিসংঘ স্বীকৃত উন্নয়ন কর্মসূচি এগিয়ে নিতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি আশা প্রকাশ করে বলেন, ঢাকার এই সম্মেলন ২০১৫ পরবর্তী উন্নয়ন কৌশলকে এগিয়ে নিতে সহযোগিতা করবে। ’ উন্নয়নশীল দেশগুলোর বিশেষ করে দক্ষিণ এশিয়ার মধ্যে সহযোগিতার ক্ষেত্রে একটি পরিকাঠামো গড়ে তোলার আহ্বান জানান তিনি। নেপালের সাম্প্রতিক ভূমিকম্পের পর সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় এ ধরনের পরিকাঠামো খুবই প্রাসঙ্গিক বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দুইদিন ব্যাপী এই সম্মেলনে ৪৫টি দেশ ও ১৩টি আন্তর্জাতিক সংস্থার ১৫০ জনের বেশি ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন। জাতিসংঘের দক্ষিণ-দক্ষিণ কার্যালয় ও ইউএনডিপির সহযোগিতায় বাংলাদেশ এই সম্মেলনের আয়োজন করেছে। মন্তব্য
Sunday, May 17, 2015
দক্ষিণের উন্নয়নে উত্তরের সহযোগিতা চান প্রধানমন্ত্রী:আরটিএনএন
কাঠামো এবং অভ্যন্তরীণ বিরোধের মতো সমস্যার কারণে দক্ষিণের দেশগুলোর পক্ষে এককভাবে এসব ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করা সম্ভব হচ্ছে না। উত্তরের সহযোগিতা এসব বাধার অধিকাংশই দূর করতে পারে।’ ‘২০১৫-পরবর্তী উন্নয়ন এজেন্ডায় দক্ষিণ-দক্ষিণ ও ত্রিমুখী সহযোগিতা, দক্ষিণের উন্নয়নে অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তর’ শীর্ষক দুদিনের এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘গবেষণা ও উন্নয়নের জন্য দক্ষিণের বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত সেন্টার অব এক্সিলেন্স দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার গুণগত সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। প্রধানমন্ত্রী বলেন, ‘জাতিসংঘ স্বীকৃত উন্নয়ন কর্মসূচি এগিয়ে নিতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি আশা প্রকাশ করে বলেন, ঢাকার এই সম্মেলন ২০১৫ পরবর্তী উন্নয়ন কৌশলকে এগিয়ে নিতে সহযোগিতা করবে। ’ উন্নয়নশীল দেশগুলোর বিশেষ করে দক্ষিণ এশিয়ার মধ্যে সহযোগিতার ক্ষেত্রে একটি পরিকাঠামো গড়ে তোলার আহ্বান জানান তিনি। নেপালের সাম্প্রতিক ভূমিকম্পের পর সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় এ ধরনের পরিকাঠামো খুবই প্রাসঙ্গিক বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দুইদিন ব্যাপী এই সম্মেলনে ৪৫টি দেশ ও ১৩টি আন্তর্জাতিক সংস্থার ১৫০ জনের বেশি ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন। জাতিসংঘের দক্ষিণ-দক্ষিণ কার্যালয় ও ইউএনডিপির সহযোগিতায় বাংলাদেশ এই সম্মেলনের আয়োজন করেছে। মন্তব্য
Labels:
আরটিএনএন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment