ধ্যসাগর থেকে সাগরপথে ইউরোপ গমনেচ্ছু সাড়ে তিন হাজার অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে ইটালিয়ান কোস্টগার্ড। গত মাসেই ভূমধ্যসাগরে এক নৌকাডুবিতে আটশো অভিবাসী মারা গেছে। শুক্রবার থাইল্যান্ড মালয়েশিয়া সীমান্তে যে গণকবর পাওয়া গেছে, সেখানে ছাব্বিশ জনের মরদেহ উদ্ধার হয়েছে। সাম্প্রতিক সময়ে যত অভিবাসন বিষয়ক দুর্যোগের খবর পাওয়া গেছে, সবজায়গাতেই ঘটনার শিকার হিসেবে বাংলাদেশীদের অস্তিত্ব পাওয়া গেছে। এর কারণ হিসেবে বেসরকারি সংস্থা ব্র্যাকের অভিবাসন বিষয়ক কর্মসূচির প্রধান, হাসান ইমাম বলছেন, বাংলাদেশের অভিবাসী শ্রমিকদের মূল গন্তব্য যেসব দেশ, সেখানে নিয়মিত অভিভাসন প্রক্রিয়া যখনই ব্যহত হয়, তখনই অবৈধ পথে বিদেশ যাবার প্রবণতা বাড়ে। এছাড়া দেশে কর্মসংস্থানের পর্যাপ্ত ব্যবস্থা না থাকার কারণও বৈধ বা অবৈধভাবে বিদেশে যাবার প্রবণতার একটি অন্যতম কারণ। তবে, ঠিক কত সংখ্যক লোক প্রতিবছর অবৈধভাবে বিদেশে যায়, সে বিষয়ে সঠিক কোনো পরিসংখ্যান পাওয়া যায় না। অবৈধভাবে বিদেশে যাবার ক্ষেত্রে প্রতারণার শিকার হওয়া এবং সেখানে গিয়ে অমানবিক জীবনযাপনে বাধ্য হবার কথা জেনেও, মানুষ ঝুঁকিপূর্ণ পথে বিদেশে যায়, তার আরেকটি কারণ হিসেবে অজ্ঞতাকে দায়ী করেন মি. ইমাম।- বিবিসি নতুন বার্তা/এসএ
Monday, May 4, 2015
থাইল্যান্ডে গণকবরের কাছে উদ্ধার জীবিত ব্যক্তি বাংলাদেশী :নতুন বার্তা
ধ্যসাগর থেকে সাগরপথে ইউরোপ গমনেচ্ছু সাড়ে তিন হাজার অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে ইটালিয়ান কোস্টগার্ড। গত মাসেই ভূমধ্যসাগরে এক নৌকাডুবিতে আটশো অভিবাসী মারা গেছে। শুক্রবার থাইল্যান্ড মালয়েশিয়া সীমান্তে যে গণকবর পাওয়া গেছে, সেখানে ছাব্বিশ জনের মরদেহ উদ্ধার হয়েছে। সাম্প্রতিক সময়ে যত অভিবাসন বিষয়ক দুর্যোগের খবর পাওয়া গেছে, সবজায়গাতেই ঘটনার শিকার হিসেবে বাংলাদেশীদের অস্তিত্ব পাওয়া গেছে। এর কারণ হিসেবে বেসরকারি সংস্থা ব্র্যাকের অভিবাসন বিষয়ক কর্মসূচির প্রধান, হাসান ইমাম বলছেন, বাংলাদেশের অভিবাসী শ্রমিকদের মূল গন্তব্য যেসব দেশ, সেখানে নিয়মিত অভিভাসন প্রক্রিয়া যখনই ব্যহত হয়, তখনই অবৈধ পথে বিদেশ যাবার প্রবণতা বাড়ে। এছাড়া দেশে কর্মসংস্থানের পর্যাপ্ত ব্যবস্থা না থাকার কারণও বৈধ বা অবৈধভাবে বিদেশে যাবার প্রবণতার একটি অন্যতম কারণ। তবে, ঠিক কত সংখ্যক লোক প্রতিবছর অবৈধভাবে বিদেশে যায়, সে বিষয়ে সঠিক কোনো পরিসংখ্যান পাওয়া যায় না। অবৈধভাবে বিদেশে যাবার ক্ষেত্রে প্রতারণার শিকার হওয়া এবং সেখানে গিয়ে অমানবিক জীবনযাপনে বাধ্য হবার কথা জেনেও, মানুষ ঝুঁকিপূর্ণ পথে বিদেশে যায়, তার আরেকটি কারণ হিসেবে অজ্ঞতাকে দায়ী করেন মি. ইমাম।- বিবিসি নতুন বার্তা/এসএ
Labels:
নতুন বার্তা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment