Sunday, May 17, 2015

দক্ষিণের দেশগুলোর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী:টাইমনিউজ

দক্ষিণের দেশগুলোর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৭ মে, ২০১৫ ১১:৪৫:০৪ দেশের উন্নয়নে দক্ষিণের দেশগুলোর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রে প্রতিবেশি দেশগুলোর সহযোগিতা প্রয়োজন। ‘সাউথ-সাউথ অ্যান্ড ট্রাইঙ্গুলার কোঅপারেশন ইন দ্য পোস্ট-২০১৫ ডেভেলপমেন্ট এজেন্ডা’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ সহযোগিতা কামনা
করেন। গোলকের দক্ষিণ দিকের দেশ সমূহের মধ্যে অর্থায়ন ও প্রযুক্তি বিনিময়ের উপায় বের করতে রাজধানীর সোনারগাঁও হোটেলে রোববার সকাল ১০টায় এ সম্মেলন শুরু হয়েছে। দু'দিনের সম্মেলনে উত্তর ও দক্ষিণের ৪৫টি দেশ ও ১৩টি উন্নয়ন সংস্থার মোট ১৫০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। এরমধ্যে ৩টি দেশের মন্ত্রী, সরকারের উচ্চ পর‌্যায়ের কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, পেশাজীবী এবং জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও রয়েছেন।    

No comments:

Post a Comment