Tuesday, May 26, 2015

ভারতীয় ঋণে দুটি রেলপথসহ ৫৮৬৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন:টাইমনিউজ

ভারতীয় ঋণে দুটি রেলপথসহ ৫৮৬৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২৬ মে, ২০১৫ ১৩:২৩:৪২ ভারতীয় ঋণ সহায়তায় খুলনা থেকে মংলা পযর্ন্ত একটি নতুন রেললাইন নির্মাণ করবে সরকার। একই সঙ্গে মৌলভীবাজারের কুলাউড়া থেকে শাহবাজপুর পর্ন্তয বিদ্যমান রেললাইনের সংস্কারও হবে ভারতীয় ঋণ সহায়তা দিয়ে। মঙ্গলবার পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ
্ধান্ত নেয়া হয়। মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই একনেক সভা অনুষ্ঠিত হয়। একনেক সভায় ভারতীয় ঋণে দুটি প্রকল্পসহ মোট ৯টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। প্রকল্পগুলোর মোট ব্যয় ৫ হাজার ৮৬৮ কোটি ৫২ লাখ টাকা। এর মধ্যে সরকারি খাত থেকে ২ হাজার ২৭০ কোটি ১৯ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল ৩০ কোটি ৯৪ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য (ভারতীয় ঋণ) থেকে আসবে ৩ হাজার ৫৬৭ কোটি ৩৯ লাখ টাকা। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এই তথ্য জানান। খুলনা থেকে মংলা পযর্ন্ত নতুন রেলপথ নির্মাণ সংশোধিত প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮০১ কোটি টাকা। এ প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে ভারত সরকার ঋণ সহায়তা হিসেবে ২ হাজার ৩৭১ কোটি টাকা দেবে। বাকি ১ হাজার ৪৩০ কোটি টাকা বাংলাদেশ সরকার বহন করবে। অন্যদিকে একনেক সভায় মৌলভীবাজারের কুলাউড়া-শাহবাজপুর রেলপথটিকে পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এজন্য একনেকে ৬৭৮ কোটি টাকার একটি সংশোধিত প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এই প্রকল্পে ৫৫৬ কোটি টাকা ভারত সরকার বাংলাদেশকে ঋণ হিসেবে দেবে। বাকি ১২২ কোটি টাকা সরকার বহন করবে। এএইচ

No comments:

Post a Comment