Tuesday, May 26, 2015

মালয়েশিয়ার গণকবর থেকে মরদেহ উত্তোলন শুরু:আরটিএনএন

মালয়েশিয়ার গণকবর থেকে মরদেহ উত্তোলন শুরু আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন কুয়ালালামপুর: মালয়েশিয়ার পুলিশের ফরেনসিক টিম থাইল্যান্ড সীমান্তের গহীন অরণ্যে আবিস্কৃত গণকবর থেকে সন্দেহভাজন মানবপাচারকারীদের পুঁতে রাখা মরদেহ উত্তোলন শুরু করেছে। এসব মরদেহ বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলিমদের বলে ধারণা করা হচ্ছে। পুলিশ নিড়ানি ও কোঁদাল দিয়ে মঙ্গলবার মরদেহ উত্তোলন শুরু করে। থাইল্যান্ড মানব পাচারের বিরুদ্ধে সাড়াশি
অভিযান শুরুর পর পাচারকারীরা গত দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এসব গণকবর রেখে পালিয়ে গেছে। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে এবং মালয়েশিয়ার উত্তরাংশের গভীর অরণ্যে এসব গণকবরের অবস্থান। মঙ্গলবার মালয়েশিয়া কর্তৃপক্ষ একদল সাংবাদিককে একটি বন্দীশিবির পরিদর্শনে নিয়ে যায়। নিকটবর্তী রাস্তা থেকে এক ঘণ্টা হেঁটে সেখানে পৌঁছাতে হয়। দেখা যায় বাঁশের খুঁটি ও ত্রিপল দিয়ে তৈরি পরিত্যক্ত একটি গণকবর। এখানে ৪০০ জনের লাশ থাকতে পারে বলে নাম প্রকাশ করার শর্তে জানান একজন পুলিশ কর্মকর্তা। মালয়েশিয়া সরকার সোমবার জানায় যে তারা উত্তরাঞ্চলীয় পার্লিস রাজ্যের সীমান্তের ৩০ মাইল জুড়ে ছড়িয়ে ছিটেয়ে থাকা ১৩৯টি গণকবর এবং ২৮টি বন্দীশিবিরের সন্ধান পেয়েছেন। বিস্তারিত আসছে… মন্তব্য      

No comments:

Post a Comment