Tuesday, May 19, 2015

ভাইয়ের পরিণতিই কি বরণ করতে যাচ্ছেন ইংলাক?:টাইমনিউজ

ভাইয়ের পরিণতিই কি বরণ করতে যাচ্ছেন ইংলাক? ইন্টারন্যাশনাল ডেস্ক টাইম নিউজ বিডি, ১৯ মে, ২০১৫ ১৬:৪০:২৩ থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা তার বড় ভাই থাকসিন সিনাওয়াত্রার পরিণতি বরণ করে নিতে যাচ্ছেন! থাইল্যান্ডে তার বিরুদ্ধে বিচার কার্য শুরু হয়েছে। অভিযোগ রয়েছে ক্ষমতায় থাকাকালে দায়িত্বে অবহেলা করা ও ক্ষমতার অপব্যবহার করার। একই ধরনের অভিযোগে ইংলাকের ভাই ও সাবেক প্রধানমন্ত্রী থাকসিনকে
দু'বছরের কারাদণ্ড দিয়েছিল দেশটির আদালত। সেই থেকে ইংল্যান্ডে স্বেচ্ছায় নির্বাসনে রয়েছেন থাকসিন। ২০০১ সালে প্রথমবারের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া থাকসিন পূর্ণ মেয়াদ শেষে পুনরায় থাইল্যান্ডের প্রধামন্ত্রী হন। কিন্তু ২০০৬ সালে সেনা অভ্যুত্থানে তাকে ক্ষমতাচ্যূত করা হয়। পরে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মামলায় দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেয়া হয়। এদিকে ২০১১ সালের সাধারণ নির্বাচনে জয় লাভের মাধ্যমে দেশটির ২৮তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি থাইল্যান্ডের প্রথম নারী ও ৬০ বছরের ইতিহাসে কনিষ্ঠতম প্রধানমন্ত্রী। দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি হলে ইংলাকের মেয়াদ পূর্ণ হওয়ার আগে ২০১৪ সালের ৭ মে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেয়। ২২ মে সেনাবাহিনী অভ্যুত্থান করে এবং পরের দিন কয়েকজন মন্ত্রীসহ তাকে গ্রেফতার করা হয়। সিনাওয়াত্রার বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও চালের ভর্তুকি প্রকল্পে দুর্নীতির অভিযোগ আনা হয়। এসব অভিযোগ প্রমাণিত হলে তার ১০ বছরের কারাদণ্ড হতে পারে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে ইংলাক বরাবরই এ অভিযোগ নাকোচ করে এসেছেন। কিন্তু অভিযোগ প্রমাণিত হলে ভাইয়ের মতো শাস্তি পেতে পারেন তিনি। জেডআই    

No comments:

Post a Comment