Saturday, May 23, 2015

নেদারল্যান্ডসে নিকাব নিষিদ্ধ:টাইমনিউজ

নেদারল্যান্ডসে নিকাব নিষিদ্ধ ইন্টারন্যাশনাল ডেস্ক টাইম নিউজ বিডি, ২৩ মে, ২০১৫ ১০:৩৮:৫৮ নেদারল্যান্ডসে স্কুল, হাসপাতাল এবং গণপরিবহনে নিকাব নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার দেশটির মন্ত্রিসভায় এই নিষেধাজ্ঞা অনুমোদন করে। তবে প্রধানমন্ত্রী মার্ক রাট বলেছেন, ধর্মীয় কোনো গ্রুপকে টার্গেট করে তারা এই আইন করেনি। তিনি সাংবাদিকদের বলেছেন, রাস্তায় চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। কেবল নিরাপত্তাগত কার
ণে কিংবা যেখানে লোকজনকে দেখা জরুরি সেখানই এই বিধিনিষেধ প্রযোজ্য হবে। তিনি বলেন, সরকার লোকজনের পছন্দমতো পোশাক পরার স্বাধীনতা এবং পারস্পরিক স্বীকৃতিপূর্ণ অবস্থানের গুরুত্বের মধ্যে ভারসাম্য সৃষ্টির চেষ্টা করেছে। এই নিষেধাজ্ঞা ভঙ্গকারীকে প্রায় ৪৫০ ডলার জরিমানা করা হবে।এক পরিসংখ্যানে দেখা গেছে, দেশটিতে ১০০ থেকে ৫০০ নারী বোরকা পরেন। এই নিষেধাজ্ঞা প্রতিবেশী ফ্রান্স ও বেলজিয়ামের চেয়ে শিথিল। ওই দেশ দুটিতে প্রকাশ্য স্থানে বোরকা বা নিকাব পরা নিষিদ্ধ।সূত্র : আল জাজিরা। ইআর

No comments:

Post a Comment