ভেজাল ওষুধ চোরাচালানের বিরুদ্ধে হাইকোর্টের রুল স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৯ মে, ২০১৫ ১৫:৩২:৪১ ভেজাল ওষুধের চোরাচালান বন্ধ, ব্যবহৃত সিরিঞ্জ আমদানি রোধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি ক
রেন অ্যাডভোকেট এস এম জহুরুল ইসলাম ও অ্যাডভোকেট মিজানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালককে আগামী ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে সকালে দৈনিক যুগান্তর পত্রিকায় গত ৮ মে প্রকাশিত ‘আসছে ব্যবহৃত সিরিঞ্জ’ ও সমকাল পত্রিকায় প্রকাশিত ‘জালিয়াতি করে শতকোটি টাকার ওষুধ আমদানি’ শীর্ষক প্রতিবেদন সংযুক্ত করে অর্গানাইজেশন অব সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্ট চেঞ্জ নামে একটি বেসরকারি সংস্থা রিট দায়ের করে। সংগঠনটির সম্পাদক গোলাম সরোয়ার জনস্বার্থে রিটটি দায়ের করেন। কেএইচ
No comments:
Post a Comment