অবরোধে সহিংসতা নিয়ে টিআইবিকে প্রতিবেদনের দেয়ার আহ্বান স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৯ মে, ২০১৫ ১৫:২৪:১০ বিএনপি জোটের অবরোধে হওয়া সহিংসতা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কে প্রতিবেদন দিতে বললেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। মঙ্গলবার ঢাকা রির্পোটার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব আহ্বান জানান। শেখ হাসিনার ৩৪তম স্বদেশ প্রর্
ত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ এ আলোচনা সভায়র আয়োজন করে। টিআইবির উদ্দেশ্য হাছান মাহমুদ বলেন, যারা বিদেশী অর্থায়নে বড় বড় হোটেলে বসে গবেষণা লদ্ধ তথ্য উপস্থাপন করেন, দয়া করে ৯২দিন বিএনপি- জামায়াতের হরতাল অবরোধের সময় চলা সহিংসতা ও নৈরাজ্যের উপর একটি প্রতিবেদন তৈরি করুন। এর পেছনে কারা অর্থায়ন করেছে তা নিয়ে প্রতিবেদন দিন। বহুদিন আগেই আপনাদের উচিত ছিল এ প্রতিবেদন দেওয়া। সেই সঙ্গে সম্প্রতি ভারতের কলকাতা পৌর-নির্বাচনের সঙ্গে বাংলাদেশের ৩ সিটি নির্বাচনের তুলনামূলক প্রতিবেদন দেওয়ারও আহ্বান জানান তিনি। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপনের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, গণতন্ত্র ও উন্নয়ন একে অপরের পরিপূরক। দু ‘টিই সমান তালে চলতে হয়। আওয়ামী লীগ দু ‘টিই চায়। কিন্তু বিএনপি গণতন্ত্র ও উন্নয়নের শত্রু। গণতন্ত্র ও উন্নয়ন ব্যাহত করার জন্য তারা পেট্রল বোমা মেরেছে, দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। ভারতের মেঘালয়ে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে আইনী প্রক্রিয়ার মাধ্যমে দাঁড়াতে হবে উল্লেখ করে তিনি বলেন, তিনি মেঘালয় থেকে আপন আলয়ে অর্থাৎ দেশে আসতে চান। কিন্তু তাদের বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। কারণ ৯২ দিন ধরে যে ধ্বংস যজ্ঞ চলেছে তাতে শুধু বিএনপি নেত্রী খালেদা জিয়াই দায়ী নয় সালাউদ্দিন আহমেদও সমান দায়ী। সংগঠনের উপদেষ্টা আব্দুল্লাহ আল কায়সারের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, এ্যাডভোকেট বলরাম পোর্দ্দার ও মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু প্রমুখ। এমএ/কেএইচ
No comments:
Post a Comment