Wednesday, May 13, 2015

'প্রমাণ হলো বিএনপি মিথ্যাচার করেছে':টাইমনিউজ

'প্রমাণ হলো বিএনপি মিথ্যাচার করেছে' স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১২ মে, ২০১৫ ১৬:২৪:৪৫ স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে নিয়ে এত দিন বিএনপি মিথ্যাচার করেছে। তিনি বলেছেন, ‘বিএনপির নেতা সালাউদ্দিনের সঙ্গে তাঁর স্ত্রীর কথা হয়েছে, গণমাধ্যমের এমন খবরই প্রমাণ করে এত দিন বিএনপি মিথ্যাচার করেছে।’ আজ মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈত
িক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে নাসিম এই মন্তব্য করেন। এর আগে বিমানমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে ১৪ দলের এক বৈঠক হয়। মোহাম্মদ নাসিম বলেন, ‘খালেদা জিয়া এত দিন দাবি করেছেন, সালাহউদ্দিন র‍্যাবের কাছে আছে। বেগম সালাহউদ্দিন বলেছেন, তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে। এসব ঘটনা কী, তা বর্তমানে মিথ্যাচারে পরিণত হয়েছে। সালাহউদ্দিনের গুমের বিষয়ে বিএনপি দেশবাসীকে বিভ্রান্ত করতে চেয়েছিল। কিন্তু গণমাধ্যমে প্রকাশিত এসব খবরের পর তা বিএনপির মিথ্যাচার প্রমাণ হয়েছে। জনগণ বিএনপির কোনো মিথ্যচারে বিভ্রান্ত হবে না।’ এসএইচ    

No comments:

Post a Comment