Wednesday, May 13, 2015

প্রমাণ হলো আইনশৃঙ্খলা বাহিনী তুলে নেয়নি: আইজিপি:টাইমনিউজ

প্রমাণ হলো আইনশৃঙ্খলা বাহিনী তুলে নেয়নি: আইজিপি স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১২ মে, ২০১৫ ১৮:৩১:৪৫ বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ কিভাবে ভারত গেলেন তা খতিয়ে দেখবে পুলিশ। এ মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। মঙ্গলবার বিকেল তিনটার দিকে পুলিশ সদর দফতরে গণমাধ্যম কর্মীদের কাছে এ মন্তব্য করেন তিনি। আইজিপি বলেন, ‘সালাহ উদ্দিনের সঙ্গে তার স্ত্রী হাসিনা আহেমেদের কথপোকথনের মাধ্যম
ে এটা পরিষ্কার যে বিএনপির এই নেতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নেয়নি।’ শহীদুল হক বলেন, ‘নিখোঁজ হবার পর থেকেই তার সন্ধান করছিল পুলিশ। বিএনপির এই নেতার বিরুদ্ধে নাশকতার কয়েকটি মামলাও আছে। মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে আদালত।’ এর আগে দুপুরে গুলশান-২ এর ৭৭ নম্বর রোডের ৭ নম্বর বাসার সামনে হাসিনা আহমেদ সাংবাদিকদের বলেন, ‘ভারতের মেঘালয়ের একটি মানসিক হাসপাতালে আছেন সালাহ উদ্দিন। তিনি সুস্থ আছেন। সকলের কাছে দোয়াও চেয়েছেন তিনি।’ গত ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে নিখোঁজ হন সালাহ উদ্দিন আহমেদ। এরপর তার স্ত্রী হাসিনা আহমেদ অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তার স্বামীকে ওই বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এএইচ

No comments:

Post a Comment