Thursday, May 14, 2015

সালাহউদ্দিনকে জিজ্ঞাসাবাদ শুরু :নতুন বার্তা

শিলং: বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের পুলিশ কর্মকর্তারা। বৃহস্পতিবার শিলং সিভিল হাসপাতালে কারাবন্দিদের জন্য নির্ধারিত সেলে চিকিৎসাধীন সালাহউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুপুরে মেঘালয় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের দুজন কর্মকর্তা হাসপাতালের প্রিজন ওয়ার্ডে প্রায় দুই ঘণ্টা সালাহউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেন বলে জানিয়েছে বিবিসি। তবে জিজ্ঞাসাবাদে
তারা কী জানতে পেরেছেন, তা গণমাধ্যমের কাছে প্রকাশ করেননি। এর আগে মেঘালয় পুলিশ জানায়, সালাহউদ্দিন আহমেদের ব্যাপারে তারা ইন্টারপোলের কাছ থেকে একটি ‘লাল নোটিশ’ পেয়েছেন। এ ছাড়া সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে বাংলাদেশে বেশ কয়েকটি ফৌজদারি মামলা আছে। এর মধ্যে কয়েকটি মামলায় পুলিশের খাতায় তিনি পলাতক আসামি হিসেবে চিহ্নিত। এদিকে শিলংয়ের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ডি জে গোস্বামী জানিয়েছেন, সালাহউদ্দিন আহমেদের কিডনিতে পাথর জমেছে। তিনি টাইমস অব ইন্ডিয়াকে বলেন, “আমরা রোগীর কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছি। আমার মনে হয়, তার কিডনিতে পাথরের চিকিৎসার জন্য আমাদের একজন সার্জনের পরামর্শ নিতে হবে।” গত ১০ মার্চ থেকে ‘নিখোঁজ ছিলেন’ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ। তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে তার পরিবার ও দলটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তবে  র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দাবি করছে, সালাহউদ্দিন আহমেদকে তারা আটক করেনি। নতুন বার্তা/মোআ  

No comments:

Post a Comment